kolkata

Mar 04 2023, 17:57

*Breaking*


শর্ত সাপেক্ষে জামিন পেলেন কংগ্রেস নেতা তথা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী।এক হাজার টাকার ব্যাক্তিগত বণ্ড ও সপ্তাহে একদিন  আই ও র কাছে হাজিরা দিতে হবে।তার জামিন মঞ্জুর করেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক।

kolkata

Mar 04 2023, 09:38

*জাতীয় কংগ্রেসের প্রদেশ মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচীকে গ্রেফতার করল পুলিশ*


কলকাতা: জাতীয় কংগ্রেসের প্রদেশ মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচীর ব্যারাকপুরের বাড়িতে রাত তিনটে থেকে টানা জিজ্ঞাসাবাদ চালায় কলকাতা পুলিশের বটতলা থানার আধিকারিকেরা। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কৌস্তুভ বাগচীকে। এরপর কলকাতা পুলিশের বটতলা থানার আধিকারিকেরা গ্রেফতার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচীকে।

রাত তিনটে থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কৌসবকে কি কারনে এই জিজ্ঞাসাবাদ সেটা প্রথমত জানতে পারেননি কৌস্তব বাগচীর বাবা কুশল বাগচী।

গতকাল কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করেন কৌস্তুভ বাগচী সেখানেই কোন মন্তব্যের কারণে ও পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গ্রেফতার এমনটাই ধারণা কৌস্তব বাকচীর।

kolkata

Mar 03 2023, 17:10

বঞ্চিতদের শিক্ষকদের অবশেষে শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: স্কুল শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিতদের অবশেষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সেই মিছিল হবে শর্তসাপেক্ষে বলে জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশে মিছিলে কোনরকম মাইক ব্যবহার করা যাবে না এবং সেটা করতে হবে দুপুর একটা থেকে তিনটের মধ্যে।

মিছিলে অংশ নিতে পারবেন ৩০০ থেকে ৪০০ জন।
প্রসঙ্গত, শিয়ালদা স্টেশন থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত মিছিল করতে চেয়ে মামলাকারীরা আবেদন করেন। তাদের অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না।

kolkata

Mar 03 2023, 17:08

জেলবন্দি অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা নিয়ে শুক্রবার কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট


কলকাতা: জেলবন্দি অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা নিয়ে শুক্রবার কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। অনুব্রতের আবেদনের শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ করলেন বিচারপতি বিবেক চৌধুরী। আজ, শনিবার সকালে যাতে আবেদনটির শুনানি হতে পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি ইডির আবেদনের ভিত্তিতে আসানসোলের বিশেষ আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার জন্য ইডিকে অনুমতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অনিব্রত। এদিন তারই শুনানি ছিল বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে।

কিন্তু প্রাক্তন আইনজীবী তথ্য বিজেপির প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখ্যার্জীর মৃত্যুতে দুপুরে শুনানিতে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেয় বার লাইব্রেরী ক্লাব। এর জেরে অনুব্রতের আবেদনের শুনানি থমকে যায়। এরপরেই বিচারপতি বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ বেঞ্চ গঠন করে আজ, শনিবারই শুনানি করানোর জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করে মামলা ফেরত পাঠান।

kolkata

Mar 02 2023, 15:29

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট


কলকাতা: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। জামিনের আবেদন করা মোট ৬৫ জন মামলাকারির মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। আবেদন মঞ্জুর করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কোন শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।নিউমার্কেট থানা এলাকায় যাতে ১৫ দিন তাকে ঢুকতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানায় রাজ্য।

সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের কেস ডাইরি থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে সব জামিনে মুক্তদেরই তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকী বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত, এই মর্মে এখনও কোন ভিডিও ফুটেজ আমরা পাইনি বলে আদালতে জানাল রাজ্য।

ছবি ভিডিও দেখে বেশ কয়েকজনকে সনাক্ত করেছে পুলিশ। তবে হাইকোর্ট সতর্ক করে দিয়েছে, পুলিশের ওপর আক্রমণ বা পুলিশের উর্দিতে হাত দিতে পারেন না। যাদের সনাক্ত করা সম্ভব হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

kolkata

Mar 02 2023, 13:14

স্কুলে অবৈধ নিয়োগের আইনি লড়াইয়ে আরো বিপাকে পড়লেন নবম ও দশম শ্রেণীর একাধিক শিক্ষক, স্থগিতাদেশ নয়


কলকাতা: অবৈধ নিয়োগের আইনি লড়াইয়ে আরো বিপাকে পড়লেন নবম ও দশম শ্রেণীর একাধিক শিক্ষক। এবার নবম দশমের ৬১৮ জনের সুপারিশ পত্র বাতিলের ওপর এখনই কোন স্থগিতাদেশ দেব না বলে জানালেন বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু।

স্কুল সার্ভিস কমিশন বুধবার ৬১৮ জনের সুপারিশ পত্র প্রত্যাহারের যে বিজ্ঞপ্তি জারি করেছে তার ওপর এখনই কোন স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে আমরা নিয়োগপত্র প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছি। নবম - দশম মামলায় বুধবার রায়দান করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।

তারপরেই ৬১৮ জনের সুপারিশ পত্র প্রত্যাহার করে কমিশন। এদিন নতুন করে মামলা দায়ের করার অনুমতি চান ৯৫২ জনের একাংশ। যদিও দ্রুত শুনানি সম্ভব নয় বলে জানিয়ে দেন বিচারপতি বসু। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তারা।

এই ১৭ নম্বর ধারায় কোন চাকরিপ্রার্থীর সুপারিশ বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের। আবেদনকারী বা কমিশনের দ্বারা সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে যে কোন সময় সুপারিশ পত্র প্রত্যাহার করতে পারে কমিশন, ১৭ নম্বর ধারায় এই ক্ষমতা রয়েছে কমিশনের। কমিশনের সেই আইনকেই চ্যালেঞ্জ করে মামলা।

kolkata

Mar 01 2023, 20:05

ডায়মন্ড সিটি আবাসনের আগুন নিয়ন্ত্রণে


কলকাতার :দমদম নাগেরবাজার ডায়মন্ড সিটি আবাসনে ১৬ তলায় ভয়াবহ আগুন। দমকলের ৮টা ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় দু'ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক অদিতি মুন্সি, স্থানীয় কাউন্সিলরসহ প্রসাসনিক আধিকারিকরা।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, আবাসনে ইন্টেরিয়র এর কাজ হচ্ছিল তা থেকেই আগুন লেগেছে আগামীকাল ফরেনসিক পরীক্ষা হবে আটকে থাকাদের উদ্ধার করা হয়েছে সকলকেই সুরক্ষিত নামিয়ে আনা হয়েছে।

kolkata

Mar 01 2023, 16:39

*ব্রেকিং* দমদম নাগেরবাজার এর ডায়মন্ড সিটি আবাসনের ষোল তলায় অগ্নিকাণ্ডের ঘটনা

দমদম নাগেরবাজার এর ডায়মন্ড সিটি আবাসনের ষোল তলায় অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনের তীব্রতা ভয়াবহ, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলে ছুটি ইঞ্জিন ও দমদম থানার পুলিশ, অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী আবাসনের আবাসিকদের সরিয়ে নিয়েছে দমকলের আধিকারিকেরা, কি কারনে আগুন তা খতিয়ে দেখছে দমকল।

kolkata

Mar 01 2023, 16:18

হুক্কা বার চালু রাখা নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে উপর কোন স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ


কলকাতা: হুক্কা বার চালু রাখা নিয়ে কলকাতা হাইকের্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে উপর কোনো স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা ও বিধান নগরে হুক্কা বার বন্ধের পুরসভার সিদ্ধান্ত হাতিয়ার করে পুলিশের বার বন্ধ করার পদক্ষেপ ধাক্কা খেল ডিভিশন বেঞ্চে। সম্প্রতি কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় 'হুক্কাবার' বন্ধ করতে নির্দেশিকা জারি করে পুলিশ।

সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নামে রেস্তোরা সংগঠন। সেই মামলায় কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের পর্যবেক্ষণ ছিল, ''হুক্কা' শুধু একটি ধূমপানের অঙ্গ।

কেন্দ্রীয় আইনে হুক্কাবার চালানোর সুবিধা দেওয়া আছে। সেক্ষেত্রে কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভার কোন অধিকার নেই হুক্কাবার বন্ধ করার। এর পরও যদি হুক্কা বার বন্ধ করতে হয়, তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। যতক্ষন না পর্যন্ত রাজ্য এনিয়ে নতুন কোনও আইন আনছে, তার আগে পর্যন্ত হুক্কাবারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে আদালত এও জানিয়েছিল, ওই সব হুক্কা বারে যদি বেআইনি কার্যকলাপ হয়, সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারবে পুলিশ।

kolkata

Mar 01 2023, 12:32

জেলা শাসক সরকারি নির্দেশ মানছে না,হাইকোর্টের দ্বারস্থ চাকুরীজীবিদের একাংশ


কলকাতা: নবান্নের নির্দেশ মানছেন না জেলাশাসক। সরকার চাকরি দিলেও মানতে নারাজ জেলাশাসক। হাইকোর্টের দ্বারস্থ চাকুরীজীবিদের একাংশ।

বাংলার সহায়তা কেন্দ্রের ৮চাকরিজীবী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ ২০২০ সালে বাংলার সহায়তা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার বলে ছিল কর্মরত অবস্থায় ৬০ বছর পর্যন্ত কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। কিন্তু জেলাশাসক চাকরি থেকে বরখাস্ত করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

গত ১৮ই সেপ্টেম্বর ২০২২ সালে বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন মালদা জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। ২৩শে নভেম্বর ২০২২সালে জেলা শাসক জানায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন এক্তিয়ার নেই। অথচ বিষয়টিকে নবান্নের সাথে আলোচনা না করেই জেলাশাসক জানিয়েছেন যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তারা ১৬ই অক্টোবর ২০২০ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের নিয়োগ করা হয়নি। অথচ তাদের নিয়োগপত্রে ১৬ই অক্টোবর ২০২০ এর বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হয়েছে বলেই উল্লেখ করা রয়েছে।

২৪শে জানুয়ারি ২০২৩ সালে বিচারপতি শম্পা সরকার মালদা জেলাশাসকের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য সচিবের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন। এ বিষয়ে কোনো রিপোর্ট তারা আদালতে জমা দেননি। এরপর বিচারপতি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সেক্রেটারি কে নির্দেশ দেন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিজীবীরা তারা এ সুযোগ পাবে না কেন।

এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারী প্রসেনজিৎ মল্লিকসহ ৮জনের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান রাজ্য সরকারের এক দপ্তরের সিদ্ধান্ত আর এক দপ্তর মানতে চাইছেন না । শুধু তাই নয়, মালদা জেলাশাসক যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নেই বলে লিখিতভাবে স্বীকার করেছেন। অথচ মামলাকারীদের নিয়োগ বাতিল করেছেন স্বয়ং জেলা শাসক নিজেই। রাজ্য সরকারের যেখানে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করেছেন সেই নিয়োগের বৈধতা নিয়ে জেলাশাসক প্রশ্ন তুলছেন।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কোন হস্তক্ষে করতে পারেন না জেলা শাসক। একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের মুখ্য সচিবের। সুতরাং জেলা শাসকের এই সিদ্ধান্ত আইনত অবৈধ।

বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন অবিলম্বে এই ৮ জন চাকরিজীবীর বরখাস্ত জেলাশাসক করেছেন, সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে তাদের পুনরায় নিয়োগ করতে হবে।