ঠাকুর হরিদাস স্কুলের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনা:ইংরেজি পরীক্ষায় পাস করাতে হবে, এই দাবি নিয়ে ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস উচ্চ বালিকা বিদ্যালয়ের অকৃতকার্য বেশ কয়েকজন ছাত্রী এবং তাদের অভিভাবকরা ঠাকুর হরিদাস স্কুলের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
সকালে এই বিক্ষোভ শুরু হয়। ইংরেজি পরীক্ষায় পাস করাতে হবে এই দাবী নিয়ে ছাত্রীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্কুল সূত্রে জানা যাচ্ছে মোট ২৩ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে, তাদের মধ্যে ৩ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
ছাত্রীদের দাবি হয় তাদেরকে পাশ করিয়ে দিতে হবে নতুবা সকলকে নতুন করে পরীক্ষায় বসতে দিতে হবে।
![]()
ছবি: উৎপল রায়।
Jun 14 2022, 18:19