Jun 01 2022, 17:45
স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিধায়কর এলাকায় চালু হল 'জননী' প্রকল্প
উত্তর ২৪ পরগনা:উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য'র উদ্যোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা নিয়ে বিধায়ক এলাকায় চালু হল 'জননী' প্রকল্প। এই প্রকল্প প্রসব পরবর্তী মায়েদের পুষ্টির জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিন দুই মন্ত্রী কে দেখা গেল অন্য ভূমিকায়, প্রসবকালীন এবং প্রসবের পরে মায়েরা কি খাবে, কিভাবে চলবেন, তারই পরামর্শ দিলেন দুই মন্ত্রী এবং মেয়র বিধান নগর কৃষ্ণা চক্রবর্তী ।
প্রায় এক ঘন্টা চলে এই প্রশ্ন উত্তর পর্ব । উত্তর দমদম পুরসভা এবং নিউব্যারাকপুর পুরসভা এলাকার তিনটি সরকারি হাসপাতালে যেসব মায়েরা প্রসূতির জন্য ভর্তি হবেন, প্রসবের পর তাদের ছয় মাসের জন্য প্রোটিন, কার্বহাইড্রেড, ক্যালোরি যুক্ত খাবার দেওয়া হবে।
বুধবার প্রকল্পের সূচনার দিনে উত্তর দমদম পুরসভা হাসপাতাল এবং নিউব্যারাকপুর পুরসভা হাসপাতাল কয়েকজন প্রসূতিকে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। তার আগে উত্তর দমদম পুরসভা হলে একট আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, বরানগরের চেয়ারম্যান অপর্ণা মৌলিক প্রমুখ।
Jun 02 2022, 20:13