বিশ্বের এই মন্দিরে ‘বিড়াল’ দেবতা রূপে পূজিত হয়
*বিশ্ব সংবাদ*
‘দেবতা’ শব্দটার বৈচিত্র অসাধারণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু পশু ও পাখি দেবতা রূপে পূজিত হয়। কিন্তু এমন এক মন্দির আসছে জাপানে যেখানে শুধুই বিড়ালকে পুজো করা হয়। শুধু তাই নয়, এখানে বিড়ালই পুরোহিত। বিড়ালদের সম্মান জানাতে তৈরি এই মন্দির রয়েছে উদীয়মান সূর্যের দেশে। জাপানের কিয়োটোতে মন্দিরটি রয়েছে। জাপানি ভাষায় এই মন্দিরের নাম ‘ন্যান ন্যান জি’। ইংরেজিতে একে ‘মিউ মিউ’ মন্দিরও বলা হয়। এই মন্দিরে গেলেই আপনি দেখতে পাবেন শুধুই বিড়াল আর বিড়াল। সর্বত্র ঘুরে বেড়াচ্ছে বিড়াল।
আরো আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরে এক জন পুরোহিতও আছেন। সেই পুরোহিতও এক বিড়াল। প্রধান পুরোহিতের আবার রয়েছে একাধিক সহকারী। তারাও সবাই বিড়াল। আসল কথা এখানে ‘চন্ডী পাঠ থেকে জুতো সেলাই’ – সবই করে বিড়াল। মিউ মিউ’ মন্দিরের প্রধান বিড়াল সন্ন্যাসীর নাম ‘কোয়ুকি’। কিয়োটোর এই বিড়াল মন্দিরে প্রবেশ করলে দেখা মেলে কোয়ুকির। দু’পায়ে দাঁড়িয়ে এবং ল্যাজ নেড়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে।
ছবি ও লেখা সৌজন্যে: www.machinnamasta.in
Sep 21 2024, 09:30