/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz Adamas Howrah Warriors (AHW) defeated Servotech Siliguri Strikers (SSS) by 11 runs West Bengal Bangla
Adamas Howrah Warriors (AHW) defeated Servotech Siliguri Strikers (SSS) by 11 runs
*Sports News*

#Sports#Bengal Pro T20 cricket # West Bengal #CAB# Street Buzz News



*SB News Bureau:* Servotech Siliguri Strikers won the toss and chose to field first. Adamas Howrah Warriors scored 123 for the loss of 6 wickets in their 20 overs. Dhara Gujjar led the way with 57 runs off 52 balls, while Diya Nandi contributed 22 runs. Pampa Sarkar and Samayita Adhikari were the pick of the bowlers for SSS, taking 2 and 1 wickets respectively.

In response, Servotech Siliguri Strikers aimed to chase down the target of 124 runs. Priti Mondal top-scored with 43 runs off 40 balls, and Bristi Maji added 35 runs off 42 balls. However, they fell short, being all-out for 112 runs. Dhara Gujjar shone with the ball as well, taking 3 wickets, and Prativa Mondal took 2 wickets for AHW.

Dhara Gujjar was named the Player of the Match for her exceptional all-round performance.

*Dhara Gujjar wins the Player of the match award*

*Pic Courtesy by:  CAB*
রাজ্যে চালু হল স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল

এসবি নিউজ ব্যুরো:অবশেষে রাজ্যে চালু হল স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে। কোন পড়ুয়া তার পছন্দের ক্রম অনুযায়ী সর্বোচ্চ ২৫ টি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৪ শে জুন এবং প্রথম দফার আবেদনের শেষ তারিখ ৭ ই জুলাই। এই সময়সীমা পর্যন্ত একজন পড়ুয়া পছন্দের কলেজের তালিকা এবং বিষয় প্রয়োজনে পাল্টে দিতে পারবে। সময়সীমা পার হয়ে গেলে নির্দিষ্ট সময়ে সব কলেজের সব কটি বিষয়ের কম্পিউটার নির্ধারিত মেধা তালিকা প্রকাশিত হবে। পোর্টালের মাধ্যমে টাকা দিয়ে প্রভিশনাল ভর্তি হওয়া যাবে। এর জন্য কলেজে যেতে হবে না। দুটি দফায় ভর্তি প্রক্রিয়া হবে। প্রথম দফায় যারা পছন্দের বিষয় বা পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না তারা আপগ্রেডেশনের মাধ্যমে পরবর্তী আবার সুযোগ পাবে। সশরীরে নথি যাচাইয়ের পর ৭ ই আগস্ট ক্লাস শুরু হবে। ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় দফা বা মপ আপ রাউন্ডে ফের ভর্তির সুযোগ মিলবে। এই রাউন্ড ও দু' দফায় হবে। মপ আপ রাউন্ডে ভর্তি হওয়া পড়ুয়াদের ৩ থেকে ৭ সেপ্টেম্বর কলেজে সশরীরে নথি যাচাই হবে।

✅২৪ জুন আবেদন প্রক্রিয়া শুরু।
✅৭ জুলাই প্রথম দফার আবেদন গ্রহণের শেষ দিন।
✅১২ জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশ।
✅১৮ জুলাই প্রথম দফার ভর্তি শেষ।
✅২৩ জুলাই আপগ্রেডেশন রাউন্ড।
✅২৬ জুলাই আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি শেষ।
✅৬ আগস্ট কলেজের নথি যাচাই শেষ।
✅১৭ আগস্ট ক্লাস শুরু।
✅এরপর মপ আপ রাউন্ড।

  *সৌজন্যে : ডঃ সম্রাট তপাদার*।
*মালদহে যোগা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার*

এসবি নিউজ ব্যুরো: মালদহের গণিখান চৌধুরী ইন্সটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজে যোগা দিবসে যোগ দেন শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে যোগা করেন। এদিনের এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এরপর তিনি কলেজ চত্বরে বৃক্ষ রোপন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে *মালদার ভাঙ্গন নিয়ে সুকান্ত মজুমদার বলেন* এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে বোল্ডার ফেলা হয়। জলের নিচে কত বোল্ডার পড়ে জলের ওপরে কত বোল্ডার পরে কেউ জানে না।এমনকি ভেট্রি ভার ঘাস লাগানো নিয়ে মালদাতে দুর্নীতি হয়েছে।অনেক নেতা-নেত্রী নাম জড়িয়েছে। এগুলো স্থায়ী সলিউশন না।সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে। জলশক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলে আইটি অফিসারদেরকে ব্যবহার করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করতে হবে। এই প্রজেক্টটিকে ঠিকমতো রূপায়িত করতে হবে। প্রত্যেকবার বন্যা হবে বন্যার সময় ভাঙ্গন হবে কেন্দ্র টাকা পাঠাবে।শুধু আমাদের কেন্দ্র নয় আগে যে কেন্দ্রীয় সরকার ছিল সেই সরকার ও টাকা পাঠিয়েছে সেটা সলিউশন না। এখনো কেন্দ্র টাকা পাঠাচ্ছে।কিন্তু সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে না। জলের নিচে চলে যাচ্ছে। সেই কন্ট্রাক্টরি করে যাচ্ছে। দেখবেন মানুষের ভাঙ্গনে বাড়ি চলে যাচ্ছে যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে কুড়ি বছর আগে থেকে করছে তাদের পিল্লাই বাড়ি হয়ে গেছে। *অনলাইন ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি কি কমবে এই নিয়ে তিনি বলেন* এক সময় প্রাচীনকালে চোরেরা চুরি করত সিঁধ কেটে। এখন আর সিঁধ কাটতে হয় না বা কাটা যায় না মাটির বাড়ি নেই। পাকা বাড়ি হয়ে গেছে। চুরি কি বন্ধ হয়ে গেছে।এখন অন্যভাবে চুরি হয়। সিসিটিভি বন্ধ করে চুরি হয়।চোর যদি মানসিকতা থাকে তৃণমূল নেতাদের অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করা। রেট চার্ট আছে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে। এবং সেই ছাত্র নেতাদের জামাকাপড় দেখলেই বোঝা যায়। আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্রনেতা আমরা শিক্ষক হয়ে যে জামা পড়তাম কাউন্সিলর হয়ে তার ৫ গুন টাকার জামা পড়ে ঘুরে বেড়াচ্ছে।বাবা লোকের হোটেলে কাজ করে,ছেলে কাউন্সিলর সে পাঁচ হাজার টাকার জামা পড়ে ঘুরে বেড়াচ্ছে এটাই হবে। ওখানে অনলাইনে অন্যরকম ভাবে সিঁধ কাটা হবে। *চিদম্বরমের বৈঠক প্রসঙ্গে বলেন* বৈঠক করুক কি অসুবিধা আছে। আমি তো এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন। প্রাক্তন প্রাক্তনে বৈঠক করবে।আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একসময়।প্রাক্তন দের বৈঠক করতে কোন অসুবিধা নেই। *টাকার বিনিময়ে চাকুরী দেওয়া প্রসঙ্গে তাপস সাহা সিবিআই এর তলব নিয়ে বলেন,* এটা নতুন কিছু নয়। যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে। তাহলে প্রত্যেক জেলা থেকে কোন না কোন নেতা ধরা পড়বে।কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোন কোম্পানি সাব ডিলারশিপ, ডিলারশিপ এরকম দেয় কিনা।সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল।কে চাকরিটা বিক্রি করবে।আমার মনে হয় সিবিআই এখন ওপরের দিকে মনোযোগ দিয়েছে।কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে জানিনা এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাই প্রশ্ন। *একশ দিনের টাকার কাটমানি না দেওয়াই বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর প্রসঙ্গে বলেন,* আমরা তো এটাই বলেছি, ১০০ দিনের কাজ চুরি হয়। একশ দিনের টাকার কোন সদ্ব্যবহার হয় না। এবং এখান থেকে কাটমানি তোলা হয় অন্য লোকের নামে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই টাকা খেয়ে নেয়। *মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে কড়া বার্তা দিয়েছেন এই প্রসঙ্গে বলেন,* ভুতের মুখে রাম নাম সেটাই বলবো। কাটমানি কখন হয় যখন মন্ত্রী, মুখ্যমন্ত্রী কাটমানিকে ইনকারেজ করে তখন।এই রাজ্যে তো ওটাই চলছে।আই এ এস,আই পি এস দেরকে পলিটিক্যাল কাজ করার মুখ্যমন্ত্রী তার লাভ নেয় হচ্ছে আই এস, আইপিএসরা। তারা দুর্নীতি করে তার সঙ্গে মন্ত্রীরা দুর্নীতি করে। মন্ত্রীদের বান্ধবী খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। একান্ন কোটি টাকাএখন পর্যন্ত সবচেয়ে বেশি।এগিয়ে বাংলা মডেল এখন টপে আছে।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি সভাগৃহে আন্তর্জাতিক বিশ্বযোগা দিবস পালন
খবর কলকাতা: আজ দশম আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস। এই বিশেষ দিনটিকে ভারত সরকারের আয়ুশ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করা হচ্ছে সারা দেশ জুড়ে। এদিন উত্তর ২৪ পরগনা ইছাপুর রাইফেল ফ্যাক্টরি সভাগৃহে যথাযথ মর্যাদায় পালিত হল এই দিনটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইফেল ফ্যাক্টরি ডাইরেক্টর টি কে বেহেরা, মিসেস সুস্মিতা বেহেরা, রাজ্য যুব সংস্থা সহ-সভাপতি তথা আন্তর্জাতিক যোগা বিচারক শেখর রঞ্জন সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে রাইফেল ফ্যাক্টরি কর্মচারীবৃন্দ এবং তাদের পারিবারিক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এবারের বিশ্ব যোগা দিবসে থিম হল 'yoga for self and society' বি: সঞ্জয় হাজরা।
আজকের রাশিফল ২১শে জুন (শুক্রবার)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, June 21, 2024)

শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে। বিবেচকের মত বিনিয়োগ করুন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। ব্যবসার নতুন ধারণায় ইতিবাচকভাবে এবং দ্রুত সাড়া দিন। সেগুলি আপনার অনুকূলে যাবে। আপনার প্রয়োজন কঠিন পরিশ্রমের দ্বারা সেগুলিকে বাস্তবায়িত করা-যা আপনার ব্যবসায় আগ্রহ বজায় রাখার মূল মন্ত্র। কাজে আপনার আগ্রহ পুনঃস্থাপিত করতে আপনার মাথা ঠান্ডা রাখুন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- প্রেমের জীবনে ভালো ফল পাবার জন্য মা দুর্গার কবচ পাঠ করুন।

বৃষভ রাশিফল (Friday, June 21, 2024)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। কোন পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। প্রেম জীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভাল সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- কোন কাজে বাইরে যাবার সময় কপালে লাল তিলক লাগিয়ে গেলে আর্থিক দিক মজবুত হবে।

মিথুন রাশিফল (Friday, June 21, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একইসঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

কর্কট রাশিফল (Friday, June 21, 2024)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান, যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনও শব্দ উচ্চারন করবেন না ।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করলে তা আপনার প্রেম জীবনের জন্য সুখের হবে।
সিংহ রাশিফল (Friday, June 21, 2024)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন- অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেমের জন্য ভালো দিন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে নাহলে সময় নষ্ট হবে। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো ছাতা ও কালো জুতো দান করলে তা আপনার আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

কন্যা রাশিফল (Friday, June 21, 2024)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। বিবেচকের মত বিনিয়োগ করুন। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- গৃহদেবতার সোনার বা ব্রোঞ্জের মূর্তি কোনো ধর্মীয় স্থানে দান করলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।

তুলা রাশিফল (Friday, June 21, 2024)

বিষাদ ঝেড়ে ফেলে দিন- যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। ফাটকায় লাভ আনবে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- শুদ্ধ মধু সেবন শরীরের পক্ষে ভালো।

বৃশ্চিক রাশিফল (Friday, June 21, 2024)

শরীর নিয়ে উৎকন্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা আরো বাড়ে। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আজ পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার জন্য কিছু ভাল জিনিস আনবে। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন।

ধনু রাশিফল (Friday, June 21, 2024)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। ফাঁকা সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন কিন্তু তার সাথেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে সেই জন্য সাবধানে থাকবেন। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে সাতটি গোল মরিচ, সাতটি কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা কোনো নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিলে তা আনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই লাভদায়ক হবে।

মকর রাশিফল (Friday, June 21, 2024)

আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন। আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাঙ্কেতিক মন্তব্য বন্ধ করে একটি ভাল অবস্থানে থাকুন। আপনার কোনও প্রতিবেশী আজ আপনাকে aণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয়। আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না। এর থেকে ভাল আপনার অভ্যাস পরিবর্তন করা। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন।

প্রতিকার :- পরিবারে শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন।

কুম্ভ রাশিফল (Friday, June 21, 2024)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী / স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এস / তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। দিনের শেষ দিকে কোন পুরনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখাসাক্ষাৎ করতে আসবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন- তাই আপনি এবং আপনার প্রি়য়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- দুধে হলুদ গুলি খেলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

মীন রাশিফল (Friday, June 21, 2024)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

প্রতিকার :- তামার চুড়ি পরলে স্বাস্থ্য উত্তম হবে।

(Courtesy-AstroSage)
BCCI has announced the men's international cricket schedule for the 2024-25 home season
*Sports News*

#Sports # Cricket# BCCI # INDIA # Street Buzz News



*SB News Bureau:* The Indian Cricket Board has announced the men's international cricket schedule for the 2024-25 home season. Currently the T20 World Cup is going on. The Indian cricket team will start the campaign in the Super Eight phase today. There are tours to Zimbabwe and Sri Lanka after the World Cup. India will play a five-match T20 series in Zimbabwe. ODI series in Sri Lanka. India's domestic season in international cricket starts from September. The schedule has been published by the Indian Cricket Board. India will play series against three countries in all formats. Total 16 matches. Among them, Kolkata's Eden Gardens is getting only one T20. Eden Gardens got India-England second T20. That match on 25 January 2025. *Pic Courtesy by: X*
Today Shrachi Rarh Tigers (SRT) won by 28 runs.
*Sports News*

#Sports# Bengal Pro T20 cricket #West Bengal #CAB# Street Buzz News
SB News Bureau: Sobisco Smashers Malda won the toss and chose to field first. Shrachi Rarh Tigers managed to score a total of 101 runs for the loss of 7 wickets in their 20 overs. Ankita Chakraborty was the top scorer for SRT, contributing 43 runs off 47 balls. Piyali Ghosh was the standout bowler for SSM, taking 3 wickets.

In response, Sobisco Smashers Malda struggled to chase the target of 102 runs. They consistently lost wickets and their innings concluded at 73 runs for the loss of 9 wickets. Hrishita Basu was the highest scorer for SSM, making 18 runs in 30 balls. For SRT, Remondina Khatun and Chandrima Biswas each took 2 wickets.

Ankita Chakraborty was named the Player of the Match.

*Pic Courtesy by: CAB*
রানাঘাট দক্ষিণ বিধানসভা উপ- নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী

এসবি নিউজ ব্যুরো: আগামী ১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।তার মধ্যে অন্যতম হল নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র।  বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ডাঃ মুকুটমনি অধিকারী। এদিন সকালে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন তিনি। প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ১৭ হাজার ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমনি। কিন্ত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দারিয়ে মুকুটমনিকে হারতে হয় প্রায় ৩২ হাজার ভোটে। এবার সেই ব্যবধান ঘুচিয়ে এই কেন্দ্রে জেতাই চ্যালেঞ্জ তার কাছে। যদিও নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, "বিজেপির বিধায়ক হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। ওই কেন্দ্রে বিজেপির সাংসদ ও কোন কাজ করেনি। তাই মানুষ তাকে ভোট দেবেন ও তিনি বিপুল ভোটে জিতবেন। "তবে  বিধানসভার উপনির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করেননি। প্রথমেই দলীয় কর্মীদের সাথে নিয়ে শুরু করেন বৈঠক। এরপর কিভাবে রাজনীতির ময়দানে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করেন। ইতিমধ্যেই  নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। বাজার, জনবহুল এলাকা সহ বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছান এবং জেতার জন্য আশীর্বাদ নেন। যদিও রানাঘাট দক্ষিণ বিধানসভা মতুয়া অধ্যুষিত, লোকসভা নির্বাচনে তার প্রভাব যথেষ্টই পড়েছিল বিজেপির উপরে, যার জন্য বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রায় ১ লক্ষ ৯০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবার আরো একবার চ্যালেঞ্জের মুখে মুকুটমনি অধিকারী। বিজেপি প্রার্থী ঘোষণা করলেও হেভি ওয়েট প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি।
হাতির হানা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ গ্রামবাসীদের

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় প্রায়শই সন্ধ্যা হতেই হাতি চলে আসচ্ছে। প্রায় প্রতিদিনই লোকালয়ে বাড়ছে হাতির তান্ডব। হাতির হানায় ঘর, বাড়ি,ফসল,দোকানপাট যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি হাতির হানায় মৃত্যু পর্যন্ত হচ্ছে।হাতির হানা থেকে বাঁচতে এবার গ্রামবাসীদের অভিনব উদ্যোগ দেখা গেল মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়াতে।  বেশ কিছু বাড়ি গুনা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। আবার তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে হাতি সেইসব বাড়িতে ঢুকছে না বলে জানান বাড়ির সদস্যরা। তারা জানান, যেহেতু জঙ্গল পাশেই তাই প্রতিদিন হাতি আসে। বেশ কয়েকটি বাড়ি ভেঙ্গেও দিয়েছে। হাতির হানা থেকে বাঁচতে আমরা বাড়ির চারপাশে গুনা তার লাগিয়ে তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের বাড়িতে হাতি ঢুকেনি।
স্থানীয়রা জানান, গুনা তার দূর থেকে দেখা যায় না। কিন্তু তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে রাখায় দূর থেকে বোঝা যায় ওখানে কিছু আছে। আর  এটা দেখে হাতি মনে করে যে সেখানে বিদ্যুতের তার আছে, তাই হাতি সেখানে যায় না।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মহাসমারহে পালিত হচ্ছে ৫০৮ তম দণ্ড মহোৎসব
প্রবীর রায়: আজ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মহাসমারহে পালিত হচ্ছে ৫০৮ তম দণ্ড মহোৎসব। কথিত আছে ৫০৮ বছরের বেশি সময় আগে পানিহাটির মহোৎসবতলা ঘাটে বটবৃক্ষের নিচে অবস্থানকালে শ্রীনিত্যানন্দ মহাপ্রভু, হুগলি জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী কে দন্ড দিয়েছিলেন। কারণ তিনি তাকে না জানিয়েই শ্রীচৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য পেতে চেয়েছিলেন। এতেই রুষ্ট হয়ে নিত্যানন্দ মহাপ্রভু জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামীকে সমস্ত উপস্থিত ভক্তকুলকে চিড়ে দই, কলা, আম সহযোগে আহারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। সানন্দে সেই নির্দেশ গ্রহণ করেছিলেন জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী । এতে প্রসন্ন হয়ে এর ফলস্বরূপ নিত্যানন্দ মহাপ্রভু ধ্যান যোগে শ্রীচৈতন্যদেবের দিব্য স্বরূপ হাজির করেছিলেন পানিহাটির মহোৎসবতলা ঘাটে। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন পুরীধামে অবস্থান করলেও সেই দিব্য স্বরূপে দেখা গেছিল এই ঘাটে। তিনি নিত্যানন্দ মহাপ্রভুর হাত থেকে চিড়েদধির ভোগ গ্রহণ করছিলেন। দিনটি ছিল জৈষ্ঠ্য মাসের শুক্লা ত্রোয়দশী। সেই থেকে প্রত্যেক বছর এই দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগমে দন্ড মহোৎসব পালিত হয়,পানিহাটির মহোৎসবতলা ঘাটে । মানুষজন শ্রীচৈতন্যদেব ও নিত্যানন্দ মহাপ্রভুর কৃপালাপের আশায় চিড়া দই সহযোগে পুজো দেন, যা চিড়ার মেলা নামে খ্যাত। পানিহাটি পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে এবারের মেলা কে সুষ্ঠু সম্পন্ন করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।  ফলে বেশ সুন্দর সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে রাত থেকেই ভক্তদের ঢল নামে পানিহাটিতে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জায়গায় জায়গায় জল শরবত বিতরণ করে ভক্তদের সেবায় নজর দেন।  দমকলের পক্ষ থেকে আকাশে জলের স্প্রে করে পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া ঠান্ডা রাখার চেষ্টা করে, ফলে মানুষ সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে বট বৃক্ষের নিচে পুজো দিতে পারে।
এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে দফায় দফায় পানিহাটি মহোৎসবতলা ঘাট পরিদর্শন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।