/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে বিশিষ্টজনদের সম্বর্ধনা West Bengal Bangla
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে বিশিষ্টজনদের সম্বর্ধনা
নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতার একটি পাঁচ তারা হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্দ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হল।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির বর্তমান সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই আই ইন্ডিয়ান উইমেন নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ শাখার চেয়ারপার্সন সুজাতা গুইন সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী তাদের সফলতার জীবন সফরের কথা তুলে ধরেন নিজেদের ব্যক্তব্যের মধ্যে ।

*ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*
দুর্ঘটনাস্থলের পথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
এসবি নিউজ ব্যুরো: দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য রেলমন্ত্রী ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছেন।  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিলেন। অন্যদিকে, প্রথমে একই বিমানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনাচক্রে রাজ্যপাল, সুকান্ত মজুমদারের ওই বিমানে যাওয়ার বিষয়টি নিশ্চিত হ‌ওয়ার পর মুখ্যমন্ত্রীর বিমানে হয় বদল। 3C গেটের পরিবর্তে 1B গেটে চলে যান মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। এরপর‌ই জানা যায় স্পাইস জেট নয়। পনেরো মিনিট পরের ইন্ডিগোর বিমানে বাগডোগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা আমাদের বালাসোর ট্রেন দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, গত এক বছর আগে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার কথা
#biggest_train_accident_in_india


এসবি নিউজ ব্যুরো: সোমবার সকালে শিলিগুড়ির কাছে কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস এবং পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। দুর্ঘটনাটি আমাদের ঠিক এক বছর আগে ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। এই দুর্ঘটনাটি ঘটে 2 জুন 2023 বালাসোরে।সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণ বাজার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোট 296 জন মারা যান এবং 1,200 জনের বেশি আহত হন। এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে যাতে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। গত এক বছরে দেশটি কয়েক ডজন রেল দুর্ঘটনা দেখেছে যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছে।
গত বছর থেকে প্রায় 19টি রেল দুর্ঘটনা ঘটেছে আসো,চলুন জেনে নিই গত এক বছরে ঘটে যাওয়া কয়েকটি বড় ট্রেন দুর্ঘটনা সম্পর্কে-

*বালাসোরে ট্রেন দুর্ঘটনা*

গত বছর, ২ জুন সন্ধ্যায়, ওড়িশার বালাসোরে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে, যখন তিনটি ট্রেন একে অপরের সাথে সংঘর্ষে পড়ে। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস এবং একটি পণ্য ট্রেনের মধ্যে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। করোমন্ডেল এক্সপ্রেসের গতি বেশি থাকায় ট্রেনের 21টি বগি লাইনচ্যুত হয়। এগুলোর মধ্যেকাছাকাছি ট্র্যাকে আসা SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের (12864) সঙ্গে 3টি কোচের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত 233 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 900 জনের বেশি। এই দুর্ঘটনাকে স্বাধীনতার পরের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলা হয়।

*মাদুরাই দুর্ঘটনা*
26শে অগাস্ট, 2023, সকাল 5:15 টায়, মাদুরাই জংশনের কাছে পার্ক করা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে হঠাৎ আগুন লেগে যায়। দুর্ঘটনায় 10মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ২০ জন। দুর্ঘটনার বিষয়ে জানা গেছে, ভক্তরা ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে কোচে খাবার রান্না করছিলেন, তখন আগুন লাগে।

*যখন ট্রেন চালকের গাফিলতির কারণে 14 জন প্রাণ হারিয়েছিল*

29 অক্টোবর, 2023-এ, অন্ধ্র প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 14 জন যাত্রী নিহত হয়েছিল। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপল্লীতে হাওড়া-চেন্নাই লাইনে রায়গড়া যাত্রীট্রেনটি পেছন থেকে বিশাখাপত্তনম পলাসা ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে ট্রেনের চালক ও সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন।

*বিহারে কোচ লাইনচ্যুত, ৪ জন নিহত*

2023 সালের 11 অক্টোবর রাতে, একটি ট্রেন দুর্ঘটনায় 4 জন মারা যায় এবং 70 জনেরও বেশি আহত হয়। রাত 9.50দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি যখন বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনে পৌঁছায়, তখন এর 6টি বগি লাইনচ্যুত হয়, যার ফলে একটি বড় দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার ফলে কমপক্ষে 2টি এসি III টায়ার কোচ উল্টে যায়, এবং 4টি অন্য কোচ লাইনচ্যুত হয়।

*কুয়াশা যখন সময় হয়ে যায়*

18 জানুয়ারী, 2024, ঝাড়খণ্ডের গামহারিয়া রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ধাক্কায় 4 জন মারা যায়গামহারিয়া রেলওয়ে স্টেশনের কাছে টাটানগর স্টেশনে যাচ্ছিল উৎকল এক্সপ্রেসের ধাক্কায় চারজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন।

ব্যবসায়ী অজয় মন্ডলের সুরক্ষায় নিযুক্ত হল দুজন পুলিশ কর্মী

খবর কলকাতা: শনিবার ভরদুপুরে বেলঘড়িয়ার  জনবহুল রথতলা মোড়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাব বোধ করেছিলেন ব্যবসায়ী অজয় মন্ডল।


রবিবার তাঁর বাড়িতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং । তবে রবিবার রাতেই ব্যবসায়ীর সুরক্ষায় দুইজন পুলিশ কর্মীকে নিয়োগ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নিরাপত্তারক্ষী পেয়ে কিছুটা স্বস্তিতে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজার এলাকার বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডল।

বিধানসভার উপনির্বাচন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ
এসবি নিউজ ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভার ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই ।নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৪ জুলাই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।আজ  বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল।
পূর্বতন ও বর্তমান কাউন্সিলারের বাকবিতণ্ডায় তপ্ত ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ড
প্রবীর রায়: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে সোমবার তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর ফাঁড়ি সংলগ্ন এলাকা। বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি ও পূর্বতন কাউন্সিলর সৌরভ সিংয়ের সঙ্গে তুমুল বাকবিতন্ডা বেধে যায়। একে অপরের দিকে মারতে তেড়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়।


বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারির অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে সৌরভ সিং দলের দুই কর্মী প্ৰদ্যুৎ পাল ও রাহুল সিংয়ের বাড়িতে এসে গালিগালাজ করে। ওদের কাছ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তখন সৌরভ সিং তাঁকে গালিগালাজ করে এবং তাঁকে গুলি করার হুমকি দেয়। পুলিশ এসে ওকে সরিয়ে দেয়। পূর্বতন কাউন্সিলর সৌরভ সিংয়ের পাল্টা অভিযোগ, গাড়ি নিয়ে যাবার সময় স্থানীয় কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি তাঁকে গালিগালাজ করে।

তাঁর দাবি, হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। সৌরভের আরও অভিযোগ, ৫০৭ সেনা ব্যারাকে সিন্ডিকেটরাজ চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকী দাস। ইমারত দ্রব্যের গাড়ি পিছু অভিমুন্য তেওয়ারি পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন। সেনা ব্যারাকে কাজে নিযুক্ত ঠিকাদারেরা তাঁর কাছে অভিযোগ জানান। তিনি বিষয়টি সাংসদ পার্থ ভৌমিককে জানিয়েছেন। তাঁর দাবি, এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়।ঠিকাদারদের অসুবিধা হলে পূর্বতন কাউন্সিলর হিসেবে তো তিনি পাশে দাঁড়াবেন।

দিল্লিতে শুরু হয়েছে আম মেলা
এসবি নিউজ ব্যুরো: তীব্র তাপ দাহের মধ্যেই দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত। দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদহের আমের স্টল। মালদহ জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। এই স্টলে পাওয়া যাচ্ছে মালদহের জগৎ বিখ্যাত ফজলি, ল্যাংড়া, হিমসাগর,লক্ষণভোগ, আম্রপালি,  সহ বিভিন্ন প্রজাতির আম। দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির কমিশনার উজ্জয়িনী দত্ত , মালদহ মাংগো মার্চেন্ট চেম্বার অফ অ্যাসোসিয়েশনের এর সভাপতি উজ্জ্বল সাহা সহ, আম ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান ,"পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদহের আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদহের জগৎ বিখ্যাত প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতি বছরের সাথে সাথে এ বছর  এই আম মেলার আয়োজন করা হয়েছে। এবং এর ফলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাছাড়াও ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন।"
পূর্ব বর্ধমানের কালনাতে বিজেপিতে বড়সড়ো ভাঙ্গন, তৃণমূলে যোগদান
এসবি নিউজ ব্যুরো: পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানের কালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ১০৭ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ বিজেপির ৫০ জনের উপর কার্য কর্তা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কালনা নিউ মধুবন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির কার্যকর্তারা। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন, কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবপ্রসাদ বাগ, এছাড়াও উপস্থিত ছিলেন কালনা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।  উল্লেখ্য, পঞ্চায়েত ভোট সহ গত কয়েকদিন আগেই সম্পন্ন হওয়ার লোকসভা ভোটেও এই ১০৭ নম্বর বুথে বিজেপি জয়লাভ করেছে বেশ কিছু ভোটে। তারপরও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বিশ্বজিৎবাবু বলেন, "বিজেপির সদস্য হয়ে এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছিল না। তৃণমূলের যোগদান করার পর নিশ্চয়ই মানুষের স্বার্থে, উন্নয়নের কাজ করতে পারব। এই আশা রেখেই তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম"। এ প্রসঙ্গে দেবপ্রসাদ বাবু তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তারা"। অন্যদিকে ,বিজেপি জেলা সহ সভাপতি সুভাষ পাল জানান," বিশ্বজিৎ মন্ডল পোস্ট পোল ভায়োলেন্সের শিকার। তাকে জোর করে  তৃণমূলে যোগদান করিয়েছে। কিন্তু ভবিষ্যতে সে বিজেপিতেই ফিরে আসবে"।
দুর্ঘটনার মুখে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

এসবি নিউজ ব্যুরো: দুর্ঘটনায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা। একাধিক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি।আর তাতেই ঘটে এই দুর্ঘটনা।শিলিগুড়ি মহকুমার নির্মলজোত এলাকায়  ঘটনা ঘটে


কাঞ্চনজঙ্ঘা ও মাল গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে উদ্ধার কাজে নেমেছে আরপিএফ,জিআরপি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার কাজ চলছে জোরকদমে।

বিজেপি কর্মীদের সাথে দেখা করতে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
খবর কলকাতা: ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার ভোরে প্রতিনিধি দল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছায়। চার জনের প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, বিজেপি নেতা রবি শংকর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপি নেতা ব্রিজলাল, সাংসদ কবিতা পাতিদার। তাদের সঙ্গেই কোচবিহার যান বাংলা থেকে এই দলে প্রতিনিধিত্ব করা বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন কলকাতা বিমানবন্দরে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিপ্লব দেব জানান, "ভোট পরবর্তী হিংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পার্টির জন্মগত স্বভাব। এই স্বভাব যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী চেঞ্জ করবেন তার জন্য ভালো এবং তার পার্টির জন্য ভালো। এর থেকে কোন লাভ পাবেন না বরঞ্চ লোকসান হবে। জনতা ওনাদের, সেটা ওনারা বোঝে না।"

এদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "মমতা ব্যানার্জি আমরা যে এত বেশি ভোট পেয়েছি সেজন্য ইনসিকিউর। তার জন্যই ২০২১ এ ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সে সময় তিনি বলেছিলেন কিচ্ছু হয়নি, এবার ও একই ঘটনা ঘটছে। কেন্দ্রীয় দল এসেছে তাদের নিয়ে আমরা গতকাল কলকাতা ঘুরেছি। আজকে আমরা কোচবিহার যাচ্ছি এবং আগামীকাল আমরা তাদের জেলার বিভিন্ন জায়গায় নিয়ে যাব।"
.