১০০ দিনের কাজের আওতায় সাড়ে ২৪ লক্ষ শ্রমিক, টাস্ক ফোর্স গড়ে দিল নবান্ন
এসবি নিউজ ব্যুরো: রাজ্যে ১০০ দিনের কাজের আওতায় সাড়ে ২৪ লক্ষ শ্রমিক। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বকেয়া সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন। আগামী দিনে কেন্দ্রীয় সরকার মজুরি বাবদ টাকা রিলিজ করলে সেই টাকা রাজ্যের কোষাগারে যাবে। তখন মজুরি দেওয়ার হিসাব চাইতে পারে কেন্দ্রীয় সরকার। আর গরমিল হলে আবার কেন্দ্রের বরাদ্দ আটকে যেতে পারে।
তাই সাবধানী পদক্ষেপ এই টাস্কফোর্স।১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। এই টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা দিতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তাই গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানথন। তাঁর সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও তিন আইএএস অফিসার। সূত্রের খবর, মোট আটজন সরকারি অফিসার এই টাস্ক ফোর্সে কাজ করবেন।
Feb 21 2024, 10:11