সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয় বললেন বিজেপি রাজ্য স
নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয়। পাশাপাশি আমরা মধ্যযুগীয় বর্বরতা দেখতে পাচ্ছি।
কারো স্ত্রীকে রাতে ডেকে নিয়ে সারারাত রেখে দিয়ে পরের দিন পৌঁছে দেওয়ার ঘটনায় পুলিশ ভাগ পায় কিনা আমাদের জানা নেই।
পুলিশ সেটাই করছে মানুষ যাতে মুখ খুলতে না পারে তাদের বক্তব্য না রাখতে পারে। যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বাঙালি চুপ করে বসে থাকে তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মহিলাদের সঙ্গে এমনটা করবে তৃণমূল কংগ্রেস।
শেখ শাহজাহানের নিখোঁজ প্রসঙ্গে,
শাজাহান কোথায় আছে পুলিশ জানে, শাজাহানই পুলিশকে নির্দেশ দিয়ে কাজ করাচ্ছে।শিবু হাজরা ও শাজাহান শেখকে খুঁজে পাবেনা।
যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তখন গ্রেফতার করবে।
সন্দেশখালিতে বিজেপি কনভেনার বিকাশ সিংহকে গ্রেফতার প্রসঙ্গে,
বিকাশ সিং আমাদের ওখানে বহু পুরনো নেতা। তার স্ত্রী খুব চিন্তিত। আমরা শুনতে পাচ্ছিলাম তাকে নৌকায় করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এসপি বলেন বাধ্য নন। সম্পূর্ণভাবে অনৈতিক কাজ করছে পুলিশ।
সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা প্রসঙ্গে,সন্দেশখালি ঘটনা এমন একটা বাক্স খুলে দিয়েছে যেখানে তৃণমূলের প্রাণভোমরা লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় কিভাবে অত্যাচার করেছে তা সবার সামনে চলে এসেছে।
তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তারা চাইছে না এটা সবার সামনে আসুন।
কিভাবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের ওপর এ ধরনের অত্যাচার। এই বাংলার জন্য আমরা গর্ববোধ করি?মহিলাদের নিয়ে একটা কথা বলারও অধিকার নেই এই অভদ্র লোকেদের।
মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন। মুখ্যমন্ত্রীর চিন্তা তার বাড়ির মহিলাদের নিয়ে আর কাউকে নিয়ে নয়।
রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা প্রসঙ্গে, সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত সেই জন্য আমি আমার সমস্ত ট্যুর বাতিল করে কলকাতায় ফিরে এলাম। আমি ১৩ তারিখে ওখানে যাবো। ১২ তারিখে আমাদের বিধায়ক দল ওখানে যাবে।
আমাদের বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গেছে তার হস্তক্ষেপের দাবি করে। কিন্তু রাজ্যপালের ক্ষমতায় সাংবিধানিক ভাবে সীমিত।আসল কাজ রাজ্য সরকারকে করতে হবে, জনগণ তাদের ভোট দিয়ে জিতিয়েছে।
শাহজাহান শেখকে ই ডি নোটিশ প্রসঙ্গে, এবারে না এলে ই ডি গিয়ে আদালতের সামনে বলবে।আদালতের উচিত নির্দেশ দেওয়া শাহজাহানের কান ধরে টেনে নিয়ে এসো। তারপর শুরু হবে খেলা।
সন্দেশখালিতে বিজেপি ও সিপিএমের উস্কানি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে,আমরা না হয় উস্কানি দিচ্ছি, কিন্তু মহিলারা যে কথাটা বলছে তার কি?
অন্যের স্ত্রীকে পার্টি অফিসে নিয়ে যাওয়া যায় তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করার জন্য?
বীরভূমে অনুব্রত শুভকামনা যজ্ঞ প্রসঙ্গে,যজ্ঞ চলুক আর যাই চলুক তার আর বিড়াল থেকে বাঘ হবার সম্ভাবনা নেই।হাজার টাকা দাও তৃণমূলের নেতাদের সঙ্গে রাত কাটাও। এই অফার চলছে।
হাজার টাকা দেবে লক্ষী ভান্ডারে আর তৃণমূল নেতাদের সঙ্গে রাত কাটাতে হবে।
Feb 11 2024, 14:32