/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয় বললেন বিজেপি রাজ্য স West Bengal Bangla
সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয় বললেন বিজেপি রাজ্য স

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয়। পাশাপাশি আমরা মধ্যযুগীয় বর্বরতা দেখতে পাচ্ছি।

কারো স্ত্রীকে রাতে ডেকে নিয়ে সারারাত রেখে দিয়ে পরের দিন পৌঁছে দেওয়ার ঘটনায় পুলিশ ভাগ পায় কিনা আমাদের জানা নেই।

পুলিশ সেটাই করছে মানুষ যাতে মুখ খুলতে না পারে তাদের বক্তব্য না রাখতে পারে। যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বাঙালি চুপ করে বসে থাকে তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মহিলাদের সঙ্গে এমনটা করবে তৃণমূল কংগ্রেস।

শেখ শাহজাহানের নিখোঁজ প্রসঙ্গে,

শাজাহান কোথায় আছে পুলিশ জানে, শাজাহানই পুলিশকে নির্দেশ দিয়ে কাজ করাচ্ছে।শিবু হাজরা ও শাজাহান শেখকে খুঁজে পাবেনা।

যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তখন গ্রেফতার করবে।

সন্দেশখালিতে বিজেপি কনভেনার বিকাশ সিংহকে গ্রেফতার প্রসঙ্গে,

বিকাশ সিং আমাদের ওখানে বহু পুরনো নেতা। তার স্ত্রী খুব চিন্তিত। আমরা শুনতে পাচ্ছিলাম তাকে নৌকায় করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এসপি বলেন বাধ্য নন। সম্পূর্ণভাবে অনৈতিক কাজ করছে পুলিশ।

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা প্রসঙ্গে,সন্দেশখালি ঘটনা এমন একটা বাক্স খুলে দিয়েছে যেখানে তৃণমূলের প্রাণভোমরা লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় কিভাবে অত্যাচার করেছে তা সবার সামনে চলে এসেছে।

তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তারা চাইছে না এটা সবার সামনে আসুন।

কিভাবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের ওপর এ ধরনের অত্যাচার। এই বাংলার জন্য আমরা গর্ববোধ করি?মহিলাদের নিয়ে একটা কথা বলারও অধিকার নেই এই অভদ্র লোকেদের।

মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন। মুখ্যমন্ত্রীর চিন্তা তার বাড়ির মহিলাদের নিয়ে আর কাউকে নিয়ে নয়।

রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা প্রসঙ্গে, সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত সেই জন্য আমি আমার সমস্ত ট্যুর বাতিল করে কলকাতায় ফিরে এলাম। আমি ১৩ তারিখে ওখানে যাবো। ১২ তারিখে আমাদের বিধায়ক দল ওখানে যাবে।

আমাদের বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গেছে তার হস্তক্ষেপের দাবি করে। কিন্তু রাজ্যপালের ক্ষমতায় সাংবিধানিক ভাবে সীমিত।আসল কাজ রাজ্য সরকারকে করতে হবে, জনগণ তাদের ভোট দিয়ে জিতিয়েছে।

শাহজাহান শেখকে ই ডি নোটিশ প্রসঙ্গে, এবারে না এলে ই ডি গিয়ে আদালতের সামনে বলবে।আদালতের উচিত নির্দেশ দেওয়া শাহজাহানের কান ধরে টেনে নিয়ে এসো। তারপর শুরু হবে খেলা।

সন্দেশখালিতে বিজেপি ও সিপিএমের উস্কানি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে,আমরা না হয় উস্কানি দিচ্ছি, কিন্তু মহিলারা যে কথাটা বলছে তার কি?

অন্যের স্ত্রীকে পার্টি অফিসে নিয়ে যাওয়া যায় তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করার জন্য?

বীরভূমে অনুব্রত শুভকামনা যজ্ঞ প্রসঙ্গে,যজ্ঞ চলুক আর যাই চলুক তার আর বিড়াল থেকে বাঘ হবার সম্ভাবনা নেই।হাজার টাকা দাও তৃণমূলের নেতাদের সঙ্গে রাত কাটাও। এই অফার চলছে।

হাজার টাকা দেবে লক্ষী ভান্ডারে আর তৃণমূল নেতাদের সঙ্গে রাত কাটাতে হবে।

রায়গঞ্জে জোড়া খুন, পুলিশি তৎপরতায় খুনি গ্রেপ্তার এক ঘণ্টাতেই

নিজস্ব প্রতিনিধি: শনিবার সাত সকালেই জোড়া খুন হয় রায়গঞ্জে। খুনিকে ধরিয়ে দিল নিজের স্ত্রীই। আজ সকাল দশটা নাগাদ হত্যাকারী রতন সরকারের স্ত্রী তার দাদাকে ফোন করে জানায় যে রতন কোথা থেকেও খুন করে বাড়িতে এসেছে গায়ে রক্তমাখা জামা কাপড়। মুহূর্তেই দাদা বাপ্পা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছায় তালা বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দুটি মৃতদেহ।

এরপর রতন সরকারের বাড়িতে গিয়ে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, ঘটনার সূত্রপাত একটি গাড়ি বন্ধকি কারবার নিয়ে। বেশ কিছুদিন আগে রতনের কাছে এক লক্ষ টাকা ধার নিয়েছিল একটি চার চাকার গাড়ি বন্ধক রেখে পি ডব্লিউ ডি অফিসের গ্রুপ ডি সহকারী কর্মী বাপি সরকার ওরফে ডিস্কো। সেই টাকার সুদ সহ দেড় লক্ষ টাকার দাবিদার ছিল রতন।

টাকা ফেরত না পাওয়ায় শুক্রবার বাপিকে তুলে নিয়ে আসে তার বাড়ি থেকে রতন ও আরেক সহকারি বন্ধু তপন দে। সারারাত তপনের বাড়িতেই চলে তাদের বাদানুবাদ। এরপরেই শনিবার সকালে হঠাৎই উগ্র হয়ে ওঠে রতন সরকার। সে প্রথমে খুর চালিয়ে খুন করে বসে বাপি ওরফে ডিস্কোকে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সে খুন করে বন্ধু তপন দেকেও।

রানাঘাট কুপার্স ক্যাম্পে রেশন সামগ্রীর কালোবাজারি হাতে নাতে ধরে ফেলল এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি: রেশনের চাল এবং আটা সরকারি আধিকারিকদের কাছ থেকে ক্রয় করে চলে গোডাউন ভরাটের কাজ। কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাপ্য গম, আটা পায় না। নিম্নমানের রেশন সামগ্রী যখন সাধারণ মানুষদেরকে দেওয়া হচ্ছে, তখন সরকারি আধিকারিকদের কাছ থেকে উন্নত মানের রেশন সামগ্রী গোডাউনে মজুদ করার অভিযোগ উঠছে ,রানাঘাটের মধু বণিক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয় গোডাউনে দিনের পর দিন সাধারণ মানুষের রেশনের চাল, গম ,আটা প্রতিদিন গাড়ি গাড়ি মাল মজুদ করা হয় ওই গোডাউনে । কিন্তু সাধারণ মানুষ সেই রেশন সামগ্রী পায় না ।

অপরদিকে কালোবাজারি করে রেশন সামগ্রী কিনে কিভাবে তিনি গোডাউনে মজুদ রাখছে তাই নিয়েই উঠছে প্রশ্ন । যদিও রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে রানাঘাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছে। তারপরেও দিনের পর দিন জনসমক্ষে এইভাবে রেশনের কালোবাজারি উঠে এলো নদীয়ার কুপার্স এলাকা থেকে। তবে স্থানীয় সূত্রে জানা যায় ,এই মজুদ করা চাল, গম ,আটা কালোবাজারি করে রাইস মিলে পাঠিয়ে দিচ্ছে ওই ব্যবসায়ী। আবার সেই সমস্ত রাইস মিল থেকে এই সামগ্রী পৌঁছে যাচ্ছে আবার ফুড সাপ্লাই অফিসে। তাতে করেই বড়সড়ো রেশন দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকাবাসীরা ।

এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা এই ঘটনা হাতে নাতে পাকড়াও করে ফেলে । দোকানের সামনে ভিড় করে গাড়ি সমেত রেশন সামগ্রী আটকে দেন এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে সেখান থেকে পালিয়ে যায় সেই গোডাউনের মালিক মধু বনিক। তবে প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি চলছে,তাই নিয়েই উঠছে প্রশ্ন । এলাকাবাসীর দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত দিয়ে রেখেছে বলেই দিনের পর দিন এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি নদিয়া জুড়ে চলে আসছে। তাদের দাবি অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হোক ।এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন পাক ।যদিও এই ঘটনায় পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা ।

মালদহে আমবাগান গুলিতে মুকুল আসতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আমবাগান গুলিতে মুকুল আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু গাছে ভালো মুকুলও এসেছে। এ সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরী। মুকুল আসার ঠিক আগে আগে, গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে। জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন।

আমবাগান গুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না কাছে। এ সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে। নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো।

জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগান গুলিতে মুকুল ফিরতে শুরু করে। তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরী। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাংগো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাংগো হপার এর উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে।

নদীয়ার তাঁত শিল্প বিশেষ বরাদ্দ রাজ্য বাজেটে

নিজস্ব প্রতিনিধি: নদীয়া জেলা সফরে এসে তাঁত শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নজির বিহীন বাজেট পেশ হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তাঁত শিল্পের উপরও নজর দিয়েছে। রাজ্য সরকার একাধিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। একইভাবে বরাদ্দ করা হয় তাঁত শিল্পের উপরও। এই নিয়ে সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা নদিয়া জেলার নেতা সনৎ চক্রবর্তী বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই বাস্তবায়িত হয়। বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর এটা সবাই বুঝে গেছে, আগামী দিনে তাঁত শিল্পীদের মুখে হাসি ফুটতে চলেছে, আর নতুন ছন্দে ফিরবে তাঁত শিল্প।"

জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা' বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগণা জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে 'জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা' বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সভাগৃহে। অনুষ্ঠানটিতে পৌরহিত্য করেন উত্তর ২৪ পরগণা জেলার জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন অপর সহ জেলাশাসকদ্বয় (নির্বাচন ও ভূমি ও ভূমি সংস্কার)। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মহা প্রবন্ধক ও সংশ্লিষ্ট দপ্তরগুলির জেলা আধিকারিকরা।

জেলাশাসক তাঁর বক্তব্যে সর্বাধিক জনসংখ্যা সমৃদ্ধ এই জেলার পাঁচটি মহকুমায় ভৌগলিক অবস্থানে চাহিদাভিত্তিক শিল্প ভবিষ্যতের কথা তুলে ধরেন। তিনি তাঁর বক্ত্যবে জেলার সুন্দরবন সন্নিহিত অঞ্চলের মৌমাছি পালক বা আন্তর্জাতিক সীমায় অবস্থিত বনগাঁ মহকুমার হস্তশিল্পীদের উজ্বল সম্ভাবনার ছবি তুলে ধরেন। উদ্যোক্তাদের তরফে চেম্বার অবঔ কমার্সের সচিব ও সভাপতি দুজনেই উদ্যোগীদের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের তৎপরতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, উদ্যোগীদের সমস্যা সমাধানে পুলিস প্রশাসন সর্বদা সাহায্য করবে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগী, হস্তশিল্পী ও বিভিন্ন ম্যানেজমেন্ট ও ইঞ্জিনীয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

*প্রতীক দাহিয়া এবং রাকেশের সাফল্য গুজরাট জায়ান্টসকে প্লেঅফের সামনে পৌঁছে দিল*

খেলা

খবর কলকাতা: কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রো- কাবাডির ১০ ম সংস্করণের খেলায় বেঙ্গল ওয়ারিয়র্স গুজরাট জায়ান্টসের কাছে ৪১-৩২ এ পরাজিত হলো। ১৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে প্রো কাবাডি লিগের সিজন ১০ এর স্ট্যান্ডিংয়ে চতুর্থ স্থানে চলে গেল গুজরাট জায়ান্টস। বেঙ্গল খেলার শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বেশিক্ষন । পুরো ম্যাচেই গুজরাট তাদের আধিপত্য বজায় রেখে যোগ্য দল হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে।

এর পরে বেঙ্গলের প্লে অফে যাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ালো। আজ কলকাতায় রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে, পাটনা পাইরেটস বনাম ইউ মুম্বাই এবং রাত ৯ টায় বেঙ্গল ওয়ারিয়র্স মুখোমুখি হবে তেলেগু টাইটানস এর। বেঙ্গল কি পারবে জয়ের লক্ষ্যে ফিরতে , সেটাই আজ দেখার বিষয় হয়ে থাকলো।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে দিব্যাঙ্গ ভাই বোনেদের জন্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*

খেলা

এসবি নিউজ ব্যুরো: বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে দিব্যাঙ্গ ভাই বোনেদের জন্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল শুক্রবার। এদিন রায়গঞ্জ পৌর বিনোদন পার্কে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক দিব্যাঙ্গ ভাই বোন অংশগ্রহণ করে।

বল ছোড়া, স্ক্র্যাচ দৌড়, বল কুড়ানো সহ একাধিক খেলাধুলার মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে আনন্দদানের চেষ্টা করা হয় সংস্থাটির পক্ষ থেকে। সফলদের পুরস্কৃত করা হয় এদিন। এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরাও যথেষ্ট খুশি। সংস্থার সম্পাদক গৌড় সরকার জানান," আর পাঁচটা সাধারন মানুষের সাথে দিব্যাঙ্গদের তফাৎটা মুছে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন।"

লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব

এসবি নিউজ ব্যুরো: লক্ষ্মীভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতলো মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মিরা ও এলাকার মহিলারা।

বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলারা একপ্রকার অকাল দোল উৎসবে মাতলেন। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ৫০০ টাকা নয়।

এবার প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে।

এই ঘোষণার পর মমতা বন্ধোপাধ‍্যায়ের ছবি ও লক্ষ্মীভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা।

উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রী মিতালি জানা কুইলা।

*नोबेल पुरस्कार विजेता कैलाश सत्यार्थी ने एडमास दीक्षांत समारोह में स्नातकों को सम्मानित किया*

कोलकाता: एडमास यूनिवर्सिटी ने अपना 7वां दीक्षांत समारोह आयोजित किया, जिसमें 2023 बैच के स्नातकों को डिग्री प्रदान की गई। शुक्रवार को आयोजित समारोह में नोबेल शांति पुरस्कार विजेता कैलाश सत्यार्थी की मौजूदगी रही, जिन्होंने दीक्षांत भाषण दिया। मंच को पद्मश्री वी.एस. चौहान, यूजीसी और एनएएसी के पूर्व अध्यक्ष और ब्रत्य बसु, एमआईसी, उच्च शिक्षा विभाग, पश्चिम बंगाल सरकार ने सुशोभित किया ।

समारोह के दौरान, एडमास विश्वविद्यालय के 1256 छात्रों को नोबेल शांति पुरस्कार विजेता कैलाश सत्यार्थी और विशिष्ट अतिथियों द्वारा स्वर्ण और रजत पदक के साथ-साथ पीएच.डी. डिग्रियाँ प्रदान की गई।

विशेष रूप से, विश्वविद्यालय ने चार प्रतिष्ठित हस्तियों को मानद उपाधि भी प्रदान की, जिन्होंने समाज के विभिन्न क्षेत्रों में महत्वपूर्ण योगदान दिया है। सी.एन. रघुपति, इंफोसिस इंडिया बिजनेस के प्रमुख; मीनू बुधिया, एक प्रसिद्ध मनोचिकित्सक; डॉ. तरूण प्रहराज, एक प्रतिष्ठित हृदय रोग विशेषज्ञ; और गौतम घोष, प्रशंसित फिल्म निर्देशक, इन प्रतिष्ठित पुरस्कारों के प्राप्तकर्ता थे।

2014 में नोबेल शांति पुरस्कार के प्राप्तकर्ता कैलाश सत्यार्थी को बच्चों और युवाओं के दमन के खिलाफ उनके संघर्ष और सभी बच्चों के शिक्षा के अधिकार के लिए संघर्ष के लिए सम्मानित किया गया था। उन्होंने 1980 में बचपन बचाओ आंदोलन की स्थापना की, जो सभी के लिए सामाजिक न्याय, समानता, शिक्षा और शांति के लिए पहले जन आंदोलन की शुरुआत थी।

समित रॉय, चांसलर, एडमास यूनिवर्सिटी ने कहा कि 7वें दीक्षांत समारोह में विश्वविद्यालय के स्नातकों की उपलब्धियों का जश्न मनाने के अवसर पर, सभी को यह ध्यान रखना चाहिए कि ‘शिक्षा’, ‘आशा’ और ‘सशक्तिकरण’ की प्रेरणा है। नोबेल शांति पुरस्कार विजेता कैलाश सत्यार्थी और उल्लेखनीय अतिथियों की उपस्थिति ने ज्ञान और सामाजिक परिवर्तन को बढ़ावा देने की प्रतिबद्धता को बढ़ाया। उन्होंने 2023 की कक्षा के छात्रों को भी बधाई दी।

प्रो. सुरंजन दास, वाइस चांसलर, एडमास यूनिवर्सिटी ने कहा कि एडमास विश्वविद्यालय को बौद्धिक विकास और सकारात्मक प्रभाव के लिए उत्प्रेरक की भूमिका निभाने पर गर्व है। 7वां दीक्षांत समारोह विश्वविद्यालय की उत्कृष्टता के प्रति समर्पण का प्रमाण है। प्रतिष्ठित व्यक्तियों को मानद उपाधि प्रदान करना समाज में महत्वपूर्ण योगदान को पहचानने और उसका जश्न मनाने के लोकाचार को दर्शाता है।