৪ বছরের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ অভিযুক্তের প্রসঙ্গে কি বললেন আত্মীয়রা
কলকাতা: নিজের ৪ বছরের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে খবরের শিরোনামে আসে বেঙ্গালুর একটি সংস্থার CEO-এর বিরুদ্ধে।সূচনা শেঠ নামে ওই মহিলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) স্টার্টআপের CEO। গোয়ায় কর্মরত ওই মহিলা তার নিজের ছেলেকে মেরে ব্যাগে বন্দী করে সেই মৃতদেহ তিনি কর্নাটকে নিয়ে আসছিলেন বলে অভিযোগ।
সোমবার তাকে কর্নাটকের চিত্রদূর্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সূচনা শেঠের মাসি রুপা বসু কামারহাটি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের আড়িয়াদহ এলাকায় রায়গড়ের বাসিন্দা।রুপা বসু বলেন, আমাদের সঙ্গে সূচনা শেঠের বহু বছর ধরে কোন যোগাযোগ নেই।এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।
তবে এই বিষয়ে কামারহাটি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায় বলেন,গত দু'তিন বছর কোন যোগাযোগ নেই।এই ঘটনার কিছুই ওনারা জানতো না। এই ধরনের ঘটনা ঘটার ফলে তাদেরকে বিভিন্ন ধরনের গণমাধ্যমের থেকে ফোন করে তাই সে কিছু বলেও ফেলে এবং তারা উকিলের সঙ্গে কথা বলে উকিল তাদেরকে পরামর্শ দিয়েছে যেহেতু আপনারা কোন কিছু জানেন না তাই এই বিষয় নিয়ে আর কোন কথা বলবেন না।
Jan 10 2024, 18:16