পানিহাটি পৌরসভার অঞ্চলে অন্তর্গত রামচন্দ্রপুর আস্তাকুড় (ভাগার) সরানোর দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী
কলকাতা: আজ সকাল থেকে রামচন্দ্রপুর ভাগারের রাস্তায় এলাকাবাসীরা রাস্তায় বসে পড়েন এবং পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি রাস্তার উপরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে।
দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষদের দাবি ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামচন্দ্রপুর ভাগার সরানোর জন্য জায়গা নির্ধারন করে দেন।তার সত্ত্বেও পানিহাটি পৌরসভা এই ভাগার সরানোর কোন রকম ব্যবস্থা করা হচ্ছে না।
রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সিদ্ধার্থ মারিক বলেন,আমরা ভাগার অবরোধ করেছি কিন্তু রাস্তা অবরোধ করিনি। পৌরসভার গাড়ি গুলো এখানে রেখে চলে গেছে যাতে জনগনের অসুবিধা হয়।আমরা দুষণ মুক্ত পরিবেশ চাই।এই ভাগারের জন্য এলাকার অসংখ্য বয়স্ক মানুষ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। লোকাল কাউন্সিলর ও বিধায়ককে জানিয়েও কোনো রকম ফল আমরা পাচ্ছি না।
Jan 10 2024, 16:32