পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় রাজ্যের নির্বাচন কমিশনার হলফনামা জমা দিলেন হাইকোর্টে
কলকাতা: পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা হলফনামা জমা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। ওই হলফনামায় তিনি নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। হলফনামা জমা পড়ার পর প্রধান বিচারপতি জানতে চান, কি আছে হলফনামায়। কমিশনের আইনজীবীকে এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, আদালতের সব নির্দেশ মেনেছি। কিছু ভুল হয়নি। যা হয়েছে অনিচ্ছাকৃত, আদালত অবমাননা করা হয়নি। এই সব লিখেছেন তো বলে প্রশ্ন করেন প্রধান বিচারপতির। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, সেটাও দেখবে আদালত।আপনার এপোলজি দেখা হবে। আদালত ৪ সপ্তাহের মধ্যে মামলাকারীকে উত্তর দিতে নির্দেশ দিয়েছেন। ফের ২৩ ফ্রেবরুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।
Jan 08 2024, 15:02