বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে ৮ কিলোমিটার পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
এসবি নিউজ ব্যুরো: বিড়ি শ্রমিকদের ন্যায্যবিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে ৮ কিলোমিটার পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বক্তব্যে বিড়ি শ্রমিকদের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেন । তিনি বলেন," বিড়ি শ্রমিকরা এক একটি বিড়িতে যদি ১৫ পয়সা পায় তাহলে বিড়ি মালিকরা বিড়ি বিক্রি করে পান এক টাকা ২৫ পয়সা ।
এক হাজার বিড়িতে যদি শ্রমিকরা ১৫০ টাকা পান তাহলে বিড়ি মালিকেরা পান ১২৫০ টাকা । কিন্তু বিড়ি মালিকেরা যখনই মজুরি বাড়ানোর কথা বলা হয় শ্রমিকদের জন্য,তখন শুধু বিড়ি মালিক নয় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বিড়ি মালিকদের সঙ্গে একত্রিত হয়ে ঠিক রসুনের মত হয়ে যান । রসুনের মুখগুলো যেমন এক জায়গায় এসে জড়ো হয় ঠিক তেমনভাবে বিড়ি মালিকেরা হুংকার দেন যে তারা বিড়ি বাঁধা বন্ধ করে দেবেন ।" মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে যেমন মহেশপুর মহাদেব নগর এছাড়াও বিভিন্ন গ্রামে অঞ্চলগুলিতে এখানকার স্থানীয় মানুষদের হাতে কাজ না থাকায় তারা বাধ্য হয়ে বিড়ি বেঁধে সংসার চালাতে থাকেন । তারই হয়ে বিড়ি শ্রমিকরা বিশেষ কোনো আন্দোলন ও করতে পারেন না ।
অধীর চৌধুরী আজকের সভায় মন্তব্য করেন, কংগ্রেস আগেও ছিল, এখনো আছে ভবিষ্যতেও বিড়ি শ্রমিকদের পাশে রয়েছে এবং থাকবে । এন আর সি সি এ প্রসঙ্গ টেনে তিনি অমিত সাহা এবং মোদীজি কে একহাত নিয়ে বলেন ,তিনি পার্লামেন্টে এই আইন নিয়ে চ্যালেঞ্জ করেছেন। সুতরাং দিদি এবং মোদিকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন ,পাল্টে দিন এই সরকারকে তাহলেই আপনারা ন্যায্য অধিকার ফিরে পেতে পারেন ।
Jan 06 2024, 17:59