ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রতিস্থাপিত হল আদিত্য-এল ওয়ান
সূর্য সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে শনিবার ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রতিস্থাপন হল আদিত্য-এল ওয়ান মহাকাশযান। সূর্য থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে প্রতিস্থাপিত হতে চলেছে এটি।
শনিবার বিকেল চারটে নাগাদ ল্যাগরেঞ্জ পয়েন্টের চারিদিকের কক্ষপথে আদিত্য এল ওয়ান প্রতিস্থাপিত হয়েছে। মহাকাশযানটিকে কক্ষপথে প্রতিস্থাপিত করা খুবই প্রয়োজন। মহাকাশযানটিকে কক্ষপথে প্রতিস্থাপিত না করলে সেটি সূর্যের দিকে আরও এগিয়ে যাবে। ইসরোর তরফে জানানো হয়েছে, সূর্যের সম্পর্কে তথ্য পেতে এই ল্যাগরেঞ্জ পয়েন্টই গুরুত্বপূর্ণ জায়গা। সূর্য ও তার চারপাশের মহাজাগতিক অবস্থা সম্পর্কে তথ্য এই লাগরেঞ্জ পয়েন্ট থেকেই ভালো পাওয়া যাবে বলে অভিমত মহাকাশবিদদের।
গত বছর ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে আদিত্য এল ওয়ান মহাকাশযানের উৎক্ষেপণ করা হয়।শেষ পর্যন্ত এদিন মহাকাশযানটির ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রতিস্থাপিত হল আদিত্য-এল ওয়ান।
Jan 06 2024, 17:13