কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস পালন ফারাক্কায়
এসবি নিউজ ব্যুরো: আজ জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস । প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেস খোসালপুর ব্রিজের পশ্চিম পাড়ের মোড়ে জাতীয় কংগ্রেসের কর্মী ও নেতৃত্ববৃন্দ উদ্বোধন করলেন সংখ্যালঘু শেলের ব্লক অফিস । জাতীয় কংগ্রেসের গর্বের দিনগুলি বিভিন্ন নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরেন । কেন জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল ? কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল ? কংগ্রেস কর্মীদের ভাষায় জাতীয় কংগ্রেস একটি গণতান্ত্রিক দল । এলান অক্টোভিয়ান হিউম থেকে শুরু করে , স্বর্গীয় প্রধানমন্ত্রী নেহেরু , ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং বর্তমান দিলেন নেতৃত্ব রাহুল গান্ধীর কথা তুলে ধরেন । তুলে ধরেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বের কথা ।
প্রথমে দলীয় পতাকা উত্তোলন , তারপর অফিসের উদ্বোধন এবং প্রায় ২০০ মিটার পদযাত্রা করে প্রতিষ্ঠা দিবস পালন করল ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেস । আজকের সভায় উপস্থিত ছিলেন মাইনোরিটি শেলের সভাপতি নজরুল ইসলাম , আশরাফ হোসেন , প্রাক্তন সভাপতি আব্দুল বাসির সহ বিভিন্ন অঞ্চলের সভাপতিরা ।
Dec 28 2023, 16:48