রাত বাড়লেই গ্রামের ভেতর দিয়ে শুরু হচ্ছে বেআইনি পাথর বোঝাই ট্রাক্টরের চলাচল
এসবি নিউজ ব্যুরো: রাত বাড়লেই গ্রামের ভেতর দিয়ে শুরু হচ্ছে বেআইনিভাবে পাথর বোঝাই ট্রাক্টরের চলাচল। আর তার ফলে ভেঙে যাচ্ছে গ্রামের রাস্তা ,গরিব মানুষের বাড়ির দেওয়াল থেকে শুরু করে স্থানীয় মসজিদের দেওয়াল।
একাধিকবার পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে গ্রামের ভেতর দিয়ে পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেও কাজ না হওয়াতে বুধবার রাতে পাথর বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ঝাড়খণ্ডের পাকুড়ের বিভিন্ন পাথর খাদান থেকে ছোট ছোট ট্রাক্টরে করে সাহেবনগর গ্রামের রাস্তা দিয়ে এই পাথর মুর্শিদাবাদ জেলাতে নিয়ে আসা হয়। এরপর এই পাথর ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকার বিভিন্ন স্থানে জড়ো করে রাখা হয়। পরে সময় মতো ওই পাথর ডাম্পার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, ইসলামপুর হয়ে সাহেবনগর গ্রামের মধ্য দিয়ে চাঁদপুর বাজারের উপর দিয়ে নিয়মিত চলছে পাথর বোঝাই ট্রাক্টর। বেআইনি এই কাজে পুলিশ প্রশাসনের মদত থাকায় একাধিকবার ট্রাক্টর চালকদেরকে বললেও তারা গ্রামের পথ দিয়ে পাথর বোঝায় গাড়ি নিয়ে যাওয়া বন্ধ করেনি। তার ফলের সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য -রাজ্য সড়ক বা জাতীয় সড়কের উপর দিয়ে পাথর বোঝাই লরি বা ট্রাক্টর নিয়ে যাওয়া হলে তা সকলের নজরে পড়ে যাবে। তাই গ্রামীণ রাস্তা ব্যবহার করে এই বেআইনি কাজ করা হচ্ছে।
বুধবার রাত সাড়ে দশটার পর বেশ কয়েকজন ট্রাক্টর চালক গ্রামের রাস্তা দিয়ে পাথর বোঝাই করে ট্রাক্টর নিয়ে যাওয়া শুরু করতেই গ্রামবাসীরা বাধা দেন। আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকার। গ্রামবাসীরা একাধিক পাথর বোঝার ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে এলাকাতে ছুটে আসে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেআইনি পাথর বোঝায় ট্রাক্টর চলাচল বন্ধের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
Dec 28 2023, 14:47