CAA নিয়ে সরব মমতা
মাত্র ১ মাসের ব্যবধানে বাংলায় ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুই দফাতেই তিনি বেশ জোরের সঙ্গে জানিয়েছে, ২৪’র ভোটের আগেই CAA লাগু হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, ২০১৯ সালে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল ২০১৯ যাকে অধিকাংশ মানুষ CAA নামেই চেনেন। এবার তা নিয়েই উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,' সবাই নাগরিকত্ব নিয়ে ভাবছেন। আপনারা তো নাগরিকই। নাগরিক না হলে কী স্বাস্থ্যসাথী পেতেন? রেশন পেতেন? লক্ষ্মীর ভান্ডার পেতেন? আপনাদের বার বার ভুল বোঝানো হচ্ছে। আপনারা নাগরিকই। আপনাদের থাকার যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আমরা পাট্টা দিচ্ছি। নাগরিকত্ব নিয়ে ধর্মের ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি। CAA একটা ছলনা। ওদের এই ছলনায় ভুলবেন না। প্রতিবার ভোটের সময় ওরা এটা করে। এবারেও করবে। কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এদেশের নাগরিক। ওদের যদি ওতই প্রয়োজন থাকে তাহলে ডিএমদের দায়িত্ব দিক। ওরাই যা করার করে নেবে। যাকে যা দেওয়ার দিয়ে দেবেন। কিন্তু দেশের নাগরিক কে হবে আর কে হবে না সেটা তোমরা ঠিক করার কে?’
তবে শাহ অবশ্য জানিয়ে গিয়েছেন, ‘CAA বিজেপির অঙ্গীকার। CAA হবেই। কেউ আটকাতে পারবে না।’ এর পাল্টা মমতা এদিন জানিয়ে দিলেন, ‘CAA একটা ছলনা।’
Dec 28 2023, 14:45