ন্যূনতম পড়াশোনা থেকেও বঞ্চিত পুরুলিয়ার পড়ুয়ারা, বিক্ষোভ
![]()
এসবি নিউজ ব্যুরো: আদিবাসীদের সংরক্ষণে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হয়েও আদিবাসীদের কথা শোনেননি মন্ত্রী। উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়ার ডেপুটেশন গ্রহণ করেননি তিনি। এমনই অভিযোগ তুলে গত বুধবার মানবাজার শহরে বিক্ষোভ সংগঠিত করেছিল আদিবাসীদের ৪৬ টি সংগঠনের একত্রিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন।
পরবর্তীতে মানবাজার বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, দাবি করেছিলেন সংগঠনগুলি আদিবাসীদের ভুল পথে পরিচালিত করছে। করছে বিভ্রান্ত। উন্নয়নের স্বার্থে তাদের কথা শুনবেন না কেউ দিয়েছিলেন বার্তা। এরপরই যে অভিযোগে বিক্ষোভ সংগঠিত হয়েছিল তা চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরতে মানবাজারের গোবিন্দপুর গ্রামে পৌঁছলেন আদিবাসিদের বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এই স্কুল বন্ধ হয়ে গিয়েছে নিয়োগের অভাবে। জানানো হয়েছে স্থানীয় প্রশাসন সহ বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রীকে। তবু কর্ণপাত করেননি তিনি। তাহলে কি আদিবাসী এলাকা বলেই ন্যূনতম পড়াশোনা থেকেও বঞ্চিত থাকবে এখানের পড়ুয়ারা। প্রশ্ন তুলছে আদিবাসীদের সংগঠনগুলি।









Dec 27 2023, 18:21
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.8k