নির্বাচনের জন্য কোন কমিটি তৈরি হয়নি বলে জানালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার
কলকাতা: নির্বাচন জন্য কোন কমিটি তৈরি হয়নি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন যেটা প্রচার হয়েছে সেটা ঠিক নয়।কারণ রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোন নেতার নাম থাকে না।আজকের মিটিং এ কারা উপস্থিত থাকবেন হয়তো সেই লিস্ট আপনারা পেয়েছেন।
কেন্দ্রীয় নেতৃত্ব প্রসঙ্গে বলেন,আগামী দিনের রোডম্যাপ কি হবে ২৪ কে সামনে রেখে সে কথা ওনারা বলে গিয়েছেন।যে ৩৫টি সিটের টার্গেট সেই টার্গেট কে সামনে রেখে আমরা এগোবো। কুনাল ঘোষের বক্তব্যে নিয়ে তিনি জানান,আমরা ৩ পাবো কিনা জানি না ৩৫ কে সামনে রেখে বসালে ৩.৫ হয় আর উনি সাড়ে ৩ বছর জেল খেটে এসেছেন।সায়নী প্রসঙ্গে বলেন,সায়নীকে আগে বলুন উনি শিবলিঙ্গে কি পরিয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন। তার জন্য ওঁর নাকখত দেওয়া উচিত।
সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে কিছু বলেননি। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দের যে বাক্য নিয়ে উনারা আন্দোলন করছেন তার আগের চাইল লাইন এবং পরের চার লাইন পোস্ট করতে বলুন।
রাম মন্দিরের উদ্বোধনের সিপিএম যাবে না জানিয়ে দিয়েছে,"আমার মনে হয় ভারতের মানুষও আশা করেন না যে সিপিএম যাবে, এটা যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো যেতেন।"ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা দুটি সভাতেই পাস হয়েছে। CAA লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি হবে।
ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসেবে খার্গের নাম প্রস্তাব,মমতা নিজে বুঝতে পেরে গেছেন যে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।যদি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকতো জোটের তরফে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন।স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে দুটি মানুষের সম্ভাবনা আছে হয় খার্গে নয় মোদি।
তৃণমূল যুবর ফুটবল খেলে প্রতিবাদ খেলতে বলুন ফুটবল বাংলার মানুষ সময় হলে ফুটবলের মত এদেরকে কিক দেবে।
কোন কোন ইস্যুতে ঝাঁপাতে চলেছে বিজেপি? একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাংলার ঘরে ঘরে যে দুর্নীতি নেতা মন্ত্রীদের সেটা নিয়ে প্রচার।
কোনও নির্বাচনী কমিটি তৈরি হল কি?
কমিটি আমাদেরকে তৈরি করতে হবে বাংলার নেতাদের কমিটি তৈরি করতে হবে দিল্লির নেতারা ঠিক করবে না।সময় হলে প্রার্থী সম্পর্কে জানতে পারবেন।
Dec 27 2023, 12:50