পদ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুপম হাজরার
নজরে লোকসভা। তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এবার শাহের বাংলা সফরের মাঝেই ভাঙন ধরল বঙ্গ বিজেপিতে । বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হলেন অনুপম হাজরা । এই নিয়ে মঙ্গলবার শাহী বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি। তবে চুপ করে থাকার পাত্র নন অনুপম। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, 'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো!!!' উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম। সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম। আর তাতেই তাঁর ওপর অসন্তুষ্ট হয় গেরুয়া শিবির।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা পোস্ট করেছিলেন,’ নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষদের বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?’শুধু তাই নয় অনুপম বারবার দল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চাপে পড়েছে বিজেপি।
আক্রমণ-পালটা আক্রমণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন অনুপম। তবে বরাবরই ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর পাশেই রয়েছে। কিন্তু শাহের বঙ্গ সফরের মাঝেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হলেন অনুপম। কি কারণে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে তা এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে জানানো হয়নি।
Dec 27 2023, 10:46