/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ২ ৭ শে ডিসেম্বর ( বুধবার) * West Bengal Bangla
*আজকের রাশিফল ২ ৭ শে ডিসেম্বর ( বুধবার) *

মেষ রাশিফল (Wednesday, December 27, 2023)

কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

বৃষভ রাশিফল (Wednesday, December 27, 2023)

সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।

প্রতিকার :- ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

মিথুন রাশিফল (Wednesday, December 27, 2023)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না- সে আপনি তাঁদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার। এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। আপনার যখন সেরকম কোনও ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোড় করতে পারেন বা তদ্বিপরীত, যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগালে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে ও সম্পর্ক কে মজবুত করবে।

কর্কট রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।

প্রতিকার :- দূর্গা মন্দিরে প্রসাদ দিলে আপনার প্রেমের জীবন সুন্দর হবে।

সিংহ রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন।

প্রতিকার :- রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দান কর্ম, ত্যাগ, সৃজনশীলতা ও বিপ্লব কে নির্দেশ করে। তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীল ভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন।

কন্যা রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে।

প্রতিকার :- অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

তুলা রাশিফল (Wednesday, December 27, 2023)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেট এ সবুজ রুমাল রাখুন বা নিজের সাথে সেটা রাখুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, December 27, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। ফাটকায় লাভ আনবে। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

প্রতিকার :- রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করলে পেশাগত জীবন সুন্দর হবে।

ধনু রাশিফল (Wednesday, December 27, 2023)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। কোন ধর্মীয় স্থানে যাওয়া বা কোন সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে।

মকর রাশিফল (Wednesday, December 27, 2023)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। এই রাশির ছোটো ব্যাবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে। তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- কোনো শুকনো নারকোলের মধ্যে ভাজা আটা, অবিশুদ্ধ চিনির দানা ও শুধু চিনির গুঁড়ো মিশিয়ে ভর্তি করুন এবং তা কোনোনির্জন স্থলে মাটির তলায় পুঁতে দিন, যেখানে কালো পিঁপড়ের আগমন হবে। এর ফলে আপনার ব্যবসা ও ক্যারিয়ার এ অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

কুম্ভ রাশিফল (Wednesday, December 27, 2023)

উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হোন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মত হবে। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।

মীন রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভাল প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন।

প্রতিকার :- কাঁচা কয়লা সন্ধে বেলা জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

*বিশ্ব জুড়ে জনপ্রিয় মোদি, ২ কোটি ছাড়াল ইউটিউবের সাবস্ক্রাইবার*

২ কোটি ছাড়াল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউবের সাবস্ক্রাইবার। বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে ভিডিয়োয় ভিউ এসেছে ৪৫০ কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিয়োয় ভিউ এবং ভিডিয়োর মানের দিক থেকে ইউটিউবে একাই ‘রাজ’ করছেন প্রধানমন্ত্রী। ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যার হিসেব অনুসারে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রথমে রয়েছে মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৫ লাখের আশপাশে।

তারপর রয়েছেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি। সাবস্ক্রাইবার ১০ লাখের কিছু বেশি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবস্ক্রাইবার প্রায় আট লাখের কাছাকাছি। আরও অনেক পরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা। ২৫ শে ডিসেম্বর সোমবার তাঁর ভিডিয়ো ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। মোট ভিডিয়োর সংখ্যা ২৩,০০০। বর্তমানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ লাখের কিছু বেশি।

তবে মোদির কাছে নেই দুনিয়ার অনেক জনপ্রিয় সেলিব্রিটিও।উল্লেখ্য, ২০২২ সালে প্রথম প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। সেবারই তিনি বিশ্বের অন্যান্য নেতাদের পেছনে ফেলে দিয়েছিলেন।

এবার ইউটিউবে বিরাট ব্যবধানে অন্য অনেক রাজনীতিবিদদের পেছনে ফেলে দিলেন। শুধু তাই নয় বিশ্বের অন্যান্য প্রভাবশালী মানুষদের থেকেও তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিয়োয় ভিউয়ের হিসেবেও প্রধানমন্ত্রী। একথায় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

*3 for 24, India's top order fails against the Proteas*

Sports News

KKNB : India did not taste a Test series win in the Rainbow Nation. This time the Men in Blue faced South Africa with that goal. India gave a surprise at the beginning. In the first Test on Tuesday, not Shubman Gill, but Yasswi Jaoswal opened with captain Rohit Sharma. However, Captain Rohit Sharma stumbled at the beginning. Rohit was caught by Nandre Berger after scoring only 5 runs. Back in the captain's dressing room, Gill teams up with Yashwi.Young star Yassavi also failed against the Proteas. He returned to the pavilion at the request of Burger. In the beginning, when India was under pressure after one shock after another, then King Kohli entered the field to take control of the match. When India hoped to stand up in the Virat-Gill pair, Gill was again dismissed by Berger. Berger made his debut with 2 wickets in a row.

Pic Courtesy by: Google

WestBengalBangla
*Photo Gallery* Visuals of Trinamool Youth Congress protests against state BJP PresidentSukanta Majumdar's insulting remarks directed at Swami
*সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেল শর্ট ফিল্ম অদ্ভুতুড়ে হ্যারিকেন*

বিনোদন

উত্তর ২৪ পরগনা: বিলুপ্তপ্রায় থিয়েটার রুজি রুটিতে টান অভিনেতা-অভিনেত্রীদের বিকল্প হিসেবে শর্ট ফিল্ম বানাচ্ছেন, আবার কেউ বা বানাচ্ছেন ওয়েব সিরিজ।

একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার হলে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্ট ফোন যেভাবে বাজারে চলে এসেছে, সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ।

মানুষ সে কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তের পথে চলে যাচ্ছে। শুধু তাই নয় অভিনেতা-অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে। ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে আর বিকল্প হিসাবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ বানাচ্ছেন তারা।

আজ উত্তর ২৪ পরগনার, বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল অদ্ভুতুড়ে হ্যারিকেন নামে একটি শর্ট ফিল্ম। যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী, অভিনয় করেছেন গৌরব চৌধুরী,

শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দিপু গোলদার,নন্দিনী রায়,অনন্যা সিনহা। এই শর্ট ফিল্মে সচেতনমূলক প্রচার করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভূত-পেত্নী নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা।

এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে।সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের কাছে তারা কর জোরে অনুরোধ জানিয়েছেন। তারা আবার থিয়েটার দেখুন আর এই স্মার্ট ফোন যতটা পারেন কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা।

*কৃতি ছাত্রীকে সংবর্ধনা*

মহিষাদল:প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ( পঃবঃ) পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষায় (চতুর্থশ্রেণী) এবছর মহিষাদল ব্লকে একহাজার ৯১ জন পরীক্ষা দিয়েছিল ৷ তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাবুরহাটের কাছে গাজিপুর গ্রামের অনুষ্কা জানা৷ প্রাপ্ত নম্বর ৪০০ এর মধ্যে ৩৯২ ৷ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ মহিষাদল ব্লক কমিটির পক্ষ থেকে অনুষ্কাকে তার বাডিতে সম্বধনা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্রীপতি চরন মাজি, সম্পাদক লক্ষ্মীকান্ত বেরা, মহিষাদল সেন্টার ইন-চার্জ ভরত চন্দ্র কর, লক্ষ্যা হাইস্কুলের সেন্টার ইন-চার্জ সুদীপ্ত সাউ সহ আরও অনেকে৷ অনুষ্কার স্কুল প্রনবানন্দ শিশু বিদ্যামন্দিরের শিক্ষক মহাশয় গন উপস্থিত ছিলেন। সকলে অনুষ্কার জীবনে আরও উজ্জ্বল সফলতার কামনা করেন৷

বিবেকানন্দের উক্তির বিকৃত করা হয়েছে: ব্রাত্য

টুইটারে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টুইট করে বলেন, 'সুকান্ত মজুমদারের বিবেকানন্দের উক্তির বিকৃত করেছেন। সেই বিষয়ে বিজেপি নীরব অবস্থান নিয়েছে। এই মন্তব্য অপমানকর।"

তিনি আরও লেখেন, "তারই প্রতিবাদে বাংলায় প্রতিবাদ মিছিল করেছেন। অমিত শাহ ও জেপি নাড্ডা বাংলার মহাপুরুষদের অপমানকারীদের ক্রমাগত ক্ষমা করে দিচ্ছে।'

বেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হাড়োয়া থানার বাসাবাটি গ্রামের রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ারের উদ্যোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের অত্যাধুনিক মেশিনারীর সাহায্যে ক্যান্সার স্ক‍্যনিং পরিসেবা পেল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

উদ্যোক্তারা জানাচ্ছেন হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির আগে কখনো হয়নি,তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরো জানাচ্ছেন মহিলারা বিশেষ করে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই বেস্ট ক্যান্সারের ফলে। বেস্ট ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার বোনম্যারো ক্যান্সার আক্রান্ত হন মহিলারা।

এক্ষেত্রে যদি আগে ভাগে এসে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমবে। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন, ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন।

গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভেবে।

*খাস কলকাতায় খাবারের দোকানে অগ্নিকাণ্ড*

                                                                     

 কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্র মারফত যান গিয়েছে যে, চিনার পার্কের এক খাবারের দোকানে বিধ্বংসী আগুন লেগেছে। ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে দমকলের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কি থেকে আগুন লাগল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে দমকল বাহিনী।

ED-র নজরে ফের কামারহাটি পুরসভা



নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি।  কামারহাটি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এল ইডি। ইডি একটি রিপোর্টে দাবি করেছে, কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র ছয় বছর আগে চাকরি পেয়েছেন।

সেই ছয় বছরের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না পাওয়া গিয়েছে বলে ইডির তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।