*সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেল শর্ট ফিল্ম অদ্ভুতুড়ে হ্যারিকেন*
বিনোদন
উত্তর ২৪ পরগনা: বিলুপ্তপ্রায় থিয়েটার রুজি রুটিতে টান অভিনেতা-অভিনেত্রীদের বিকল্প হিসেবে শর্ট ফিল্ম বানাচ্ছেন, আবার কেউ বা বানাচ্ছেন ওয়েব সিরিজ।
একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার হলে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্ট ফোন যেভাবে বাজারে চলে এসেছে, সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ।
মানুষ সে কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তের পথে চলে যাচ্ছে। শুধু তাই নয় অভিনেতা-অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে। ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে আর বিকল্প হিসাবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ বানাচ্ছেন তারা।
আজ উত্তর ২৪ পরগনার, বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল অদ্ভুতুড়ে হ্যারিকেন নামে একটি শর্ট ফিল্ম। যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী, অভিনয় করেছেন গৌরব চৌধুরী,
শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দিপু গোলদার,নন্দিনী রায়,অনন্যা সিনহা। এই শর্ট ফিল্মে সচেতনমূলক প্রচার করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভূত-পেত্নী নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা।
এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে।সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের কাছে তারা কর জোরে অনুরোধ জানিয়েছেন। তারা আবার থিয়েটার দেখুন আর এই স্মার্ট ফোন যতটা পারেন কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা।
Dec 26 2023, 17:58