বেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হাড়োয়া থানার বাসাবাটি গ্রামের রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ারের উদ্যোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের অত্যাধুনিক মেশিনারীর সাহায্যে ক্যান্সার স্ক্যনিং পরিসেবা পেল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।
উদ্যোক্তারা জানাচ্ছেন হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির আগে কখনো হয়নি,তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরো জানাচ্ছেন মহিলারা বিশেষ করে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই বেস্ট ক্যান্সারের ফলে। বেস্ট ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার বোনম্যারো ক্যান্সার আক্রান্ত হন মহিলারা।
এক্ষেত্রে যদি আগে ভাগে এসে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমবে। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন, ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন।
গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভেবে।
Dec 26 2023, 17:44