হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পুলিশ
এসবি নিউজ ব্যুরো: বড়দিন মানেই স্যান্টাক্লজ কেক ও ক্রিসমাস ট্রি। এই স্যান্টাক্লজ মাধ্যমে এবারে সাধারণ মানুষের হাতে পরিষেবা তুলে দিল রায়গঞ্জের পুলিশ।আজ রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ সুপারের দপ্তরের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাতে তুলে দিল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোঃ সানা আক্তার, রায়গঞ্জ পুলিস জেলার ডিএসপি রিপন বল সহ একাধিক পুলিশ কর্তা। পুলিশ সুপার জানিয়েছেন, বছরের বিভিন্ন সময় ধাপে ধাপে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন ১৫৯ জন উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেওয়া হয়।
এদিন স্যান্টাক্লজ দ্বারা বিগত দিনের চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন সাধারণ প্রাপকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোঃ সানা আক্তার। তিনি জানান," ছোটবেলায় স্যান্টাক্লজের গল্প আমরা সকলেই শুনেছি। আজ বড়দিন উৎসব উপলক্ষ্যে সেই স্যান্টাক্লজ মাধ্যমেই হারিয়ে যাওয়া জিনিস ফেরানো হল।"
Dec 25 2023, 20:05