তোলা চেয়ে না দেওয়ায় ব্যবসায়ীকে মারধোর ও প্রাননাশের হুমকি তৃনমূল কর্মীর বিরুদ্ধে,আতঙ্কিত ব্যাবসায়ী
উত্তর ২৪ পরগনা: খড়দহ কল্যাণ নগর এলাকায় তোলা চাওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে।তোলার টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীকে মারধর করলো তৃণমূল কর্মী ডাম্পার ও তার দলবল।মারধরের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কর্মী ডাম্পার খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ খরদহ আইএনটিটিইউসির সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ীর। ব্যবসায়ীকে মারধর করে জামা ছিড়ে দেওয়া হয় ও গুলি করে প্রাননাশের হুমকি দেওয়া হয়। গোটা ঘটনায় সরব হয়েছে খরদহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার।
তৃণমূল নেতা তথা খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার বলেন, "আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা লোকজন দিয়ে এলাকায় তোলাবাজি করছে। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত। "এই ঘটনায় খড়দহ আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা কোনো কথা বলতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।
বিজেপি নেতা কিশোর কর বলেন,"ব্যবসায়ীকে তোলা না দেওয়ায় মারধোর করেছে তৃণমূল নেতা গোপাল সাহার অনুগামীরা। আর তৃণমূল নেতা গোপাল সাহার নামে অভিযোগ করছে তৃণমূলের খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান। এর থেকেই প্রমাণ হচ্ছে খরদহে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এসেছে।"
Dec 25 2023, 18:53