পশ্চিমবঙ্গের স্যান্টাক্লজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের
কলকাতা: বড়দিনে যেমন স্যান্টাক্লজ কাউকে উপহার সামগ্রী না দিয়ে ফেরার না, তেমনি এরাজ্যের মুখ্যমন্ত্রীও মানুষের স্বার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন। এ রাজ্যেই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রয়োজন মেটানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী সবুজ সাথী থেকে শুরু করে ফ্রি রেশন ব্যবস্থা, স্কুলের ড্রেস থেকে শুরু করে এমনকি মারা গেলে সমব্যাথির মতো প্রকল্পের মাধ্যমে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। তাই তিনি এ রাজ্যের স্যান্টাক্লজ।
যারা এ রাজ্যের সংস্কৃতি জানেনা, যারা রাজ্যের কৃষ্টি জানেনা তারা কখনোই এ রাজ্যে ক্ষমতায় আসতে পারে না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের মত মনীষীদের যারা সম্মান জানাতে পারেন না তাদেরকে বাংলার মানুষ কখনোই গ্রহণ করবেন না। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের পর এর রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে যে ভাষায় বিবেকানন্দের বাণীকে কটাক্ষ করেছেন তার পরিপ্রেক্ষিতেই এদিন তোপ দাগলেন ফিরহাদ হাকিম।
২০২৪ এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ফের দিল্লি থেকে পরিযায়ী নেতাদের আসা-যাওয়া বৃদ্ধি পেতে শুরু করেছে। বিগত ২০১৯-২০২১ এর নির্বাচনের আগেও দিল্লি থেকে মোদী, অমিত শাহ, জে পি নাড্ডাদের মত পরিযায়ী নেতারা এরা যে বিজেপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন। শেষ পর্যন্ত যদিও তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এরাজ্যের মানুষ ।সে সময় ওনারা বলেছিলেন ইশ বার ২০০ পার। শেষ পর্যন্ত ওরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এবারেও ওরা কেউ সফল হবে না। ওরা যতই চেষ্টা করুক এ রাজ্যে বিজেপির কোন স্থান নেই সাফ কথা ফিরহাদের।
সাম্প্রদায়িকতার বীজ বপন করে এ রাজ্যে ক্ষমতায় আসা যাবে না। সম্প্রীতির বাংলায় আমরা যারা বসবাস করি তারা রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে রামকৃষ্ণ বিবেকানন্দ সকলকে নিয়েই আমরা একসাথে বসবাস করি। আমরা ঈদ পালন করি। বড়দিন পালন করি। কালী পুজো করি ছোট করে দুর্গা পুজো করি। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ,ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এ রাজ্যে শ্রদ্ধার সাথে সমস্ত ধর্মীয় উৎসবে সামিল হই এবং উৎসব পালন করি একসাথে। এই সংস্কৃতি যে বা যারা ভাঙতে চান তারা কোনদিনই সফল হবেন না, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের।
Dec 25 2023, 18:13