বড় দিনে উৎসবের মেজাজে বাঁকুড়া
বাঁকুড়াঃ প্রভূ যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের মেজাজে খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষ। জঙ্গল মহলের সারেঙ্গা থেকে বাঁকুড়া শহর সর্বত্র রঙবেঙের বেলুন আর আলোক মালায় সেজে উঠেছে চার্চ গুলি। সেখানে সকাল থেকে চলছে বিশেষ প্রার্থণা সভা। উপস্থিত হয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষ।
এদিন সকালে বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। পরে বিশেষ প্রার্থণা সভায় যোগ দিলেন সংশ্লিষ্ট সকলে। প্রভূ যীশু খ্রীষ্টের কাছে আগামী নতুন বছরের প্রতিটি দিন প্রত্যেকের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থণাই তাঁরা জানালেন বলে জানান।
উপস্থিত পি রলি, পি রোজরা বলেন, সমস্ত মনোমানিল্য দূরে সরিয়ে প্রভূ যীশুর জন্মদিনে আজ শুধুই আনন্দ করবো। পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেড়ানো আর সঙ্গে খাওয়া দাওয়া দিয়েই দিনটা অতিবাহিত করবেন বলে তারা জানান।
বাঁকুড়া সেন্ট্রাল চার্চের পক্ষে রেভেণ্ড সুমন্ত নাড়ু বলেন, বিশ্ব জুড়ে অশান্তি, হানা হানি, দলাদলির উর্দ্ধে উঠে বড় দিন সবার কাছে খুশী, আনন্দ আর শান্তির দিন হয়ে ওঠে। আনন্দ যেন সকলের হৃদয়ে পরিস্ফূট হয় সেটাই তাঁরা চাইছেন বলে তিনি জানান।
চার্চে উপস্থিত স্থানীয় কাউন্সিলর শম্পা দরিপা বলেন, যীশু খ্রীষ্টের জন্মস্থানেই আজ অশান্তি বিরাজ করছে, উৎসব পালনের পরিবেশ নেই। যীশু খ্রীষ্ট শান্তি আর ক্ষমার বাণী নিয়ে এ জগতে এসেছিলেন, কিন্তু তাঁর দেশের মানুষ আজ উৎসব পালন করতে পারছেননা। সমবেত প্রার্থণা সারা বিশ্ব, দেশ, রাজ্য ও আমাদের বাঁকুড়ায় যেন সেবা ও ক্ষমার বাণী প্রচার করতে পারি বলে তিনি জানান।
Dec 25 2023, 13:26