/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বড়দিনে উৎসবে মেতে উঠেছে দিঘা,সকাল থেকে দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের* West Bengal Bangla
*বড়দিনে উৎসবে মেতে উঠেছে দিঘা,সকাল থেকে দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের*

দিঘা: বড়দিনের সকালে দিঘার সমুদ্র পাড় থেকে হোটেলে পর্যটকদের উপচে পড়া ভীড়।গতকাল রাত থেকেই হোটেলগুলিতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা।

শুধু দিঘার সৈকত নয় ৷ দিঘা সংলগ্ন তাজপুর ও শংকরপুরেও পর্যটকরা ভিড় করেছেন ৷রবিবার রাতেই অধিকাংশ হোটেলে পর্যটকরা পৌঁছে গিয়েছিলেন ৷ সোমবার সকালেও বহু হোটেল বাইরে চেক ইন করার লম্বা লাইন ছিল ৷ পাশাপাশি, সকাল থেকেই সমুদ্র স্নানের মজা নিতে নেমে পড়েছেন পর্যটকরা ৷ সেই সঙ্গে সমুদ্রস্নানে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

পুলিশের তরফে যেমন নজরদারি চলছে, তেমনি নুলিয়ারাও সৈকতে সতর্ক দৃষ্টি রেখেছেন ৷দিঘার পাশাপাশি, তাজপুর ও শংকরপুর সৈকতেও মানুষের ঢল নেমেছে ৷ সেখানেও সমুদ্রস্নানে মেতেছেন পর্যটকরা ৷ তবে, নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা করা হলেও, রাজ্য সরকারের তরফে উৎসবে মরশুমে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি ৷ এমনকি কোনও বিধিনিষেধও লাগু করা হয়নি রাজ্য সরকারের তরফে ৷ পর্যটকেরা যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।বেলা বাড়ার সাথে সাথে ভীড় জমতে থাকে দিঘায়।

রাজ্যে আসছেন শাহ

পাখির চোখ লোকসভা ভোট। দুদিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই আজ রাজ্যে পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। অনেকেই বলাবলি করছেন, শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি।

সূত্রের খবর, আজ ১১:৪৫ এ কলকাতা বিমান বন্দরে নামবে অমিত শাহের বিমান । অন্যদিকে রাত ১২:৩০ টায় নামবে নাড্ডার বিমান। মঙ্গলবার এমজি রোডের গুরুদ্বারে যাবেন অমিত শাহ। এরপর বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে হবে এই বিশেষ বৈঠক।

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা

বাঁকুড়াঃ প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে কলকাতার বৌবাজার থানার পুলিশ। রবিবার সকালেই তাঁকে সিমলাপাল থানার আঁকড় গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর।

স্থানীয়রা জানিয়েছেন, অনিরুদ্ধ সৎপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি ২০১৩ থেকে ১৮ তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। যদিও সাম্প্রতিক কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেননা তিনি।

একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিরকে কলকাতার বৌবাজার থানার পুলিশ ১২০ বি, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় আটক করে। এদিনই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বৌবাজার থানার পুলিশ কর্মী আধিকারিকরা বলে জানা গেছে।

গ্রামবাসীদের তরফে দাবি, অনিরুদ্ধ সৎপতির পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ। তিনি কোন দূর্ণীতির সঙ্গে যুক্ত বলে মনে হয়না। তবে তিনি 'নেশাগ্রস্ত' বলে তাঁরা জানিয়েছেন।

অনিরুদ্ধ সৎপতির স্ত্রী সাগরিকা সৎপতির দাবি, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শুধুমাত্র চাষাবাদ করেই তাঁদের সংসার চলে বলে তিনি জানান।

হাসপাতালের ভীতরে আত্মহত্যা করলেন এক প্রসূতি

বাঁকুড়াঃ গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক প্রসূতি। মৃতার নাম পায়েল সিং। সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি হন পুরুলিয়ার আদ্রা শহর সংলগ্ন বেঁকো গ্রামের পায়েল সিং । ওইদিনই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই ওই সদ্যজাতর শারিরীক সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালেই ভেন্টিলেশানে রাখা হয়। সন্তানের এই অসুস্থতায় রীতিমত ভেঙে পড়েন মা পায়েল সিং। বারেবারে সেকথা সঙ্গে থাকা নিজের মা কে জানিয়েওছিলেন পায়েল। এদিন সকালে মা কে বাইরে পাঠিয়ে হাসপাতালের বেড থেকে উঠে প্রসুতি বিভাগের তিনতলায় চলে যান পায়েল। সেখানেই রেলিংয়ের সঙ্গে গলায় নিজের শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

একেবারে হাসপাতালের ভেতরে এভাবে রোগীর আত্মহত্যার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বড়দিনের "সান্তাক্লজ" হিসেবে রক্তদানে এগিয়ে এলেন জামালদহের প্রতাপ

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতর ধুলিয়া বলদিয়াহাটি এলাকার বাসিন্দা তাপসী অধিকারীর জীবনে আবারো নেমে এসেছিল ঘোর অমাবস্যা। বছর দুই আগে তার একদিনের কন্যা সন্তান মারা যায়। সেই ঘটনার পর দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করে তাপসী দেবী ও তার পরিবার পড়েন মহাফাঁপড়ে।

তার ডাক্তারবাবু তাপসী দেবীর সন্তান প্রসবের তারিখ দেন ডিসেম্বরের ২৪ । কিন্তু তার আগেই তাপসী দেবীর শারীরিক সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কমে যায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ। ডাক্তার পরামর্শ দেন এক ইউনিট রক্ত রোগীকে দিতে হবেই। নাহলে সমস্যায় পড়তে হবে প্রসূতি মা ও আগত বাচ্চা।

এদিকে তাপসী দেবির রক্তের গ্রুপ এ নেগেটিভ। এই গ্রুপের রক্ত জোগাড় করতে কালঘাম ছুটে যায় তাপসী দেবীর স্বামী ও তার পরিবারের বাকি সদস্যদের। সন্তান প্রসবের তারিখ যতই এগিয়ে আসতে শুরু করে, ততই দুশ্চিন্তায় পড়েন তাপসী দেবীর পরিবার। অনেক জায়গায় খোঁজ করেও রক্ত জোগাড় করে উঠতে পারে না তারা।

নিরুপায় হয়ে চারদিন আগে মেখলিগঞ্জ মহকুমা প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ করে তাপসী দেবীর পরিবার। সেই প্রতিষ্ঠান থেকে রক্ত চাই বলে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করা হয়।

সেটা দেখে এগিয়ে আসেন জামালদহের বাসিন্দা প্রতাপ কুমার ঝাঁ। স্বতঃস্পূর্তভাবে তিনি যোগাযোগ করেন তাপসী অধিকারীর বাড়িতে। হাফ ছেড়ে বাচেন তাপসী অধিকারীর পরিবার।

রবিবার রক্ত দান করতে বাড়ি থেকে ৫৫ কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহরে ছুটে যান বছর ২৭ এর যুবক প্রতাপ। রক্ত জোগাড় হতেই তড়িঘড়ি তাপসী দেবীকে ভর্তি করানো হয় জলপাইগুড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে। বড়দিনের দিনে সেখানে সন্তানের জন্ম দেবেন তাপসী দেবী।

রক্ত দিয়ে প্রতাপের গলায় অসহায় মায়ের পাশে থাকার বার্তা। তিনি বলেন, "সামাজিক মাধ্যমে সেই পোস্ট দেখে আমি সেদিনই যোগাযোগ করি তাপসী অধিকারীর বাড়িতে। তারপর আমি তাপসী দেবীর জন্য রক্ত দান করতে জলপাইগুড়ি এসেছি।"

এদিকে স্ত্রীর জন্য রক্ত পেয়ে কৃতজ্ঞতার সুর স্বামী গলায়। তিনি বলেন, "প্রথম বাচ্চা কে হারিয়ে আমরা মানসিক যন্ত্রণায় ছটফট করেছি। যখন দ্বিতীয়বার সন্তানের মুখ দেখাবো ভেবেছি। ঠিক তখনই স্ত্রীর শারীরিক জটিলতায় সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। সাক্ষাৎ ভগবান হিসেবে এগিয়ে এসেছেন প্রতাপ বাবু। আমি ও আমার পরিবার সারাজীবন এই রক্তের ঋণ পরিশোধ করতে পারবো না। আগামীকাল সকালে ডাক্তার ডেলিভারির সময় দিয়েছেন।"

এদিকে রক্ত দিয়ে নিরুত্তর প্রতাপ। তার দাবি, "রক্তদান সামাজিক কর্তব্য। আমার রক্তে পেয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচাবে। ভেবে খুব ভালো লাগছে।"

কিছু শিখন্ডীর কাঠিবাজির জন্য ২০১৯ সালে টিকিট মেলেনি বললেন অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: ভি কি যাদব খুনে পাপ্পু সিং গ্রেপ্তার হওয়ার পর থেকেই সাংসদ ও বিধায়কের বাকযুদ্ধে তপ্ত ব্যারাকপুর । উভয়ের একে অপরকে লাগাতার নিশানা করে চলেছেন। রবিবার বিকেলে জগদ্দলের এ আই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন গেটে সভায় হাজির হয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, দু'বছর দলে ছিলাম না। ব্যারাকপুর কেন্দ্রের দাবিদার ছিলাম। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কিছু শিখন্ডীর কাঠিবাজির জন্য টিকিট মেলেনি।

বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভের পর নেত্রীর ডাকে ফের দলে ফিরে এসেছি। পাপ্পুর গ্রেপ্তারি নিয়ে এদিন সাংসদ বলেন, ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। একজন বারবার পাপ্পুর নাম বলায় পুলিশ প্রভাবিত হয়ে ওকে গ্রেপ্তার করেছে। তবে আদালতে সঠিক বিচার মিলবেই। পুরানো কাহিনী তুলে ধরে সাংসদ বলেন, বামআমলে জেলে থেকে ভোটে জিতে তিনি কাউন্সিলর হয়েছিলেন। তিনি লড়াই করতে জানেন। এখানকার জনতার আশীর্বাদেই ফের তিনি জয়ী হবেন।

যিশুখ্রিস্টের জন্মদিন পালন বো বারাকে,আলোকসজ্জায় সাজ্জিত এলাকা

কলকাতা: মধ্য কলকাতা, বউবাজারে বিখ্যাত অঞ্চল বো বারাক। ইতিমধ্যেই ২০০ বছর অতিক্রান্ত এই অঞ্চলে ২৫শে ডিসেম্বর অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয় ঘটা করে। এলাকায় রীতিমতো আলোকসজ্জায় সাজিয়ে তোলার পাশাপাশি বাড়ির অতিথিদের জন্য রান্না করা হয় বিভিন্ন পদ। সাথে থাকে শ্যাম্পেন।

এই ধরনের পরম্পরা চলে আসছে বেশ কিছু বছর ধরে। এই অঞ্চলে এরই পাশাপাশি কলকাতার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের মানুষজন আসেন বো ব্যারাকে। রবিবার ছুটির দিন হওয়াতে এক প্রকার ভিড় দেখা গেল প্রাক বড় দিনে বো ব্যারাকে।

*লেকটাউন মিনি পার্কস্ট্রিট, সৌজন্যে রাজ্যের দমকল মন্ত্রী*


 কলকাতা: বড়দিনের আগে চারিদিক থেকে ভেসে আসছে ক্যারলের সুর, অভিমান ভুলে খুশির প্লাবনে প্লাবিত আপামর বিশ্ববাসী ।রাজ্যের লেকটাউন পরিণত হল মিনি পার্কস্ট্রিটে । রবিবার সন্ধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় লেকটাউন পরিণত হল মিনি পার্কস্ট্রিটে । বছরের শেষ কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠে শহরবাসী । ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হলেন লেকটাউনের ক্রিসমাস ও পৌষ পার্বণ মেলাতে ।পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ, সেই ভিড় এবার লেকটাউন শ্রীভূমিতে । গত কয়েক বছর ধরে লেকটাউনে শুরু হয়েছে পৌষ পার্বন উৎসব । সেই উৎসব রবিবার সন্ধ্যায় উন্মোচন হল সুজিত বসুর হাত ধরে । এদিন এক বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করেন মন্ত্রী । শোভাযাত্রায় সান্তার সাজে কচিকাঁচাদের মাঝে উপস্থিত তিনি । সকলের আবদার মেটাতে ছবি তোলা থেকে উপহার দেওয়া, বাঙ্গালীদের পিঠেপুলি সবই সামিল । এক কথায় বড়দিনের প্রাক্কালে আলোয় সেজে উঠেছে লেকটাউনের শ্রীভূমি ।

*বড়দিনের দিন কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা*


আজ  ২ ৫ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। এদিন কোন মিটিং-মিছিল নেই।তবে আজ বড়দিন থাকায় শহর মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ভিড় সামাল দিতে প্রস্তুত লালবাজার। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*বড়দিনের দিন কেমন থাকবে আবহাওয়া*


দিনকয়েক আগে অবধি বাংলার পারদ ছিল নিম্নমুখী।শীতের শিরশিরানির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তকে সঙ্গ দিতে হাজির পশ্চিমি ঝঞ্ঝাও।

বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটির কারণেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। এই ঘূর্ণাবর্তের জেরে কমেছে শীতের দাপট। 

কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও আজ থেকে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে‌। যদিও কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকবে বলে খবর।