" স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন "যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো"-উদয়ন গুহ
এসবি নিউজ ব্যুরো: ভি মানে ভেনিস। মোদি তো ভি দেখান। গীতাপাঠ প্রসঙ্গে মালদহে বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। রবিবার মালদহে কালিয়াচক এক ব্লকের আলীনগর গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ কর্মাধক্ষ্য আব্দুর রহমান সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠান শেষে সাংবদিকদের মুখোমুখি হয়ে গীতাপাঠ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন,"গীতাপাঠ করছে। আমি এখনো খাইনি। সকালে খেয়ে বেড়িয়েছি। আমি চেষ্টা করবো গাড়িতে বসে যদি গীতাপাঠ করি তাহলে আমার খিদে পাই কিনা। গীতাপাঠ করলে যে পেট ভরে না সেটা আজকের ব্যাপার না স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয় তাহলে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। ওরা যদি গীতাপাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো তা হলে যুবকদের শরীর তাজা থাকত মন ভালো থাকত।
এটা যেটা করছে হিন্দু ভোট বেশী করে পাওয়ার জন্য রাজনৈতিক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। ভারতবাসী বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না ধীক্কার জানায়।মোদি ম্যাজিক নয়, মোদি তো ভি দেখান ভি মানে ভিকট্রি দেখায় তো। কিন্তু ও জানেন না পিসি সরকার ছিলেন তারর কাছে ভি মানে ভ্যানিস। তো এবার ভ্যানিস হবে।"


 
						






 ৩টি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহন করে প্রতিযোগীরা। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পায়। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। আজকে সকাল ৫ টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন দেশ-বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন," শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো"।
৩টি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহন করে প্রতিযোগীরা। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পায়। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। আজকে সকাল ৫ টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন দেশ-বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন," শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো"।









Dec 24 2023, 18:49
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0