নদীয়ার রানাঘাট থানার সামনে মুখোমুখি বিজেপি তৃণমূল বিক্ষোভ, উত্তেজনা রানাঘাটে
নদীয়া:একই ইস্যুতে একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি তৃনমূলের। রানাঘাট থানার সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো রানাঘাট থানা সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে প্রামানিক মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিজেপির অভিযোগ, সেই অবরোধ চলা কালীন এক বিজেপি কর্মীকে পুলিসের সামনে মারধর করে তৃনমূলের দুষ্কৃতীরা।
অভিযোগ, সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে রানাঘাট থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। আর তারই প্রতিবাদে শনিবার সকালে রানাঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। অভিযোগ, বিজেপির সেই বিক্ষোভ চলা কালীন থানার সামনে প্রতিবাদ মিছিল নিয়ে আসে তৃণমূল।
তৃনমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অবরোধ চলাকালীন তৃনমূলের কর্মীদের মারধর করেছে এক বিজেপি কর্মী। আর তারই গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। থানার সামনে একই সময়ে বিজেপি তৃণমূল এর বিক্ষোভকারীরা সামনাসামনি হয়ে যাওয়ায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে রাজনৈতিক অসৌজন্যতার নজির বলে অভিযোগ করেছে বিজেপি।
Dec 23 2023, 12:29