পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ির সাংসদের শরনাপন্ন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি স্টেশন আধুনিকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই স্টেশন সংলগ্ন দোকান সরিয়ে নিয়ে যাওয়ার নোটিশ পাঠিয়েছি রেলবোর্ড। তাই পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়ের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন বিকেলে সাংসদের বাসভবনে উপস্থিত হন। ব্যবসায়ী সমিতির পাঁচ প্রতিনিধি এদিন সাংসদের সাথে আলোচনা করেন। উল্লেখ্য, জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকরণের স্বার্থে রেলের তরফে স্টেশন বাজার এলাকার ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী ২১ তারিখে কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, স্টেশন বাজার এলাকায় ৫০০ জনের বেশি স্থায়ী ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করছেন। এখন উচ্ছেদের আশঙ্কায় তাদের ঘুম উড়েছে। এদিন সাংসদের সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা চাইছেন তাদের জন্য যেন একটি বিকল্প ব্যবস্থা করা হয়। অন্যদিকে সাংসদ বলেন, রেলের উন্নয়নের জন্য জায়গার প্রয়োজন আছে। তবে এ নিয়ে যাতে একটি সমাধান সূত্র বের করা যায় তা নিয়ে রেলের আধিকারিকদের সাথে আলোচনা করব।
Dec 17 2023, 22:35