তারাপীঠ মন্দির কমিটির তরফে বিশেষ নির্দেশিকা জারি,নো সেলফি
এসবি নিউজ ব্যুরো: পর্যটক থেকে পূজারী সকলকেই এবার থেকে তারাপীঠ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে।তারাপীঠ মা তারা মন্দিরে এসে মায়ের পূজো দেওয়ার পর মায়ের সাথে একটা ছবি তোলার ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু আগামীকাল থেকে সেই ইচ্ছায় ঘাটা পড়তে চলেছে দর্শনার্থীদের।
তারাপীঠ তারামাতা সেবাইত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা (সেলফি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোন সহকারি পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না।ছবি তুলতে তুলতে কোন পূজারি অথবা দর্শনার্থী গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।
Dec 17 2023, 18:01