কলকাতায় ১১ তম টাটা স্টিল কলকাতা 25k ম্যারাথন
খেলা
কলকাতা: রবিবার সকালেই শুরু হয় ১১ তম টাটা ম্যারাথন । ভোর রাত থেকে রেড রোডে জমায়েত হন মানুষজন। এদিনের অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুর পারিষদ তথা বিধায়ক দেবাশীস কুমার। সকলের মত স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রয়োজন, আগামী দিনে এই কর্মসূচি আরও বেশি হোক বলেই মনে করছেন তারা।এদিন, সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন, “ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রিতীর জন্য।” রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশ গ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।" প্রচুর সাধারণ মানুষ এদিনের এই ম্যারাথনে যোগদান করেন। ভারতীয় দের মধ্যে ছেলে ও মেয়েদের বিভাগে জয়ী হন
Dec 17 2023, 17:36