*বর্তমান প্রজন্মের কাছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসের প্রসঙ্গ তুলে ধরতে বিশেষ অনুষ্ঠান স্মৃতি সৌধে*
তমলুক: তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস বর্তমান প্রজন্মের কাছে বেশি করে তুলে ধরতে পালিত হলো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরের মতো এবছরেও তমলুকের নিমতৌড়িতে স্মৃতি সৌধ প্রাঙ্গণে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র,বিধায়ক তিলককুমার চক্রবর্তী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতিময় কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা, জেলা পরিষদের সদস্য সীমা মাইতি সহ অন্যান্যরা
তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ার ইতিহাস আজকে সবার নজর কেড়েছে। স্বাধীনতার নানা ইতিহাস স্মৃতি জড়িয়ে রয়েছে তমলুকে । ইংরেজ শাসন মুক্ত করতে তমলুকে জাতীয় সরকার ব্রিটিশ বিরোধী লড়াই চালু হয়েছিল। তৎকালীন সময়ে মাটির বাড়িতে বসে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করতে হবে। সেই সময় তমলুকে বহু বীর বিপ্লবী শপথ নিয়েছিলেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো, এই স্লোগান ছিল মূল মন্ত্র। তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের যোদ্ধারা ময়দানে নেমেছিলেন। আজও সেই লড়াই এবং বীর বিপ্লবীদের আত্মত্যাগ মনে রেখেছেন তমলুকবাসী । ১৯৪২ এর আগস্টে তমলুকে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার। তমলুক শহরের পাশে গণপতিনগর তার আশেপাশে ডেরা বাঁধে বিপ্লবীরা। ১৯৪২ এ ২৯ সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে শহীদ হয়েছিলেন বেশ কিছু বিপ্লবী। তমলুকে শহীদ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা সহ ১২ জন। মহিষাদলের শহীদ হয়েছিলেন ১৬ জন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের ইতিহাস আজ তমলুকবাসীর মুখে মুখে।প্রথমে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল , মহাভারতীয় যুক্তরাষ্ট্র তাম্রলিপ্ত সরকার । পরে তার সংক্ষেপে করা হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। পরাধীন ভারতকে স্বাধীন করতে এই সরকার গড়ে উঠেছিল। আজ যে নতুন নাম নিমতৌড়ি, তার পাশেই গণপতি নগর, সেখানেই প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ই ১৭ ই ডিসেম্বর ১৯৪২ সালে তমলুকে গোপন বৈঠকের মাধ্যমে এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের নামকরণ হয়েছিল।
শুধু সতীশ চন্দ্র সামন্ত নয় এর পাশাপাশি সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায় , প্রায় দু বছর টানা এই সরকার স্থায়িত্ব হয়েছিল।যা এক নজির বিহীন ঘটনা । পরাধীন ভারতে তৎকালীন সময়ে বাঙালির এই প্রথম জাতীয় সরকার তৈরি করার ঘটনা । গান্ধীজীর নির্দেশে ,১৯৪৪ সালে ৩১শে আগস্ট এই তাম্রলিপ্ত সরকারের পতন হয়েছিল। সেই সমস্ত ঘটনা প্রবাহ বর্তম প্রজন্মের কাজ তুলে ধরতে এবং তাঁদের স্মরণ করতে প্রতি বছর দিনটি মর্যাদার সাথে পালিত হয়। সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।
Dec 17 2023, 13:11