*সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার*
নদীয়া:সন্দেহ জনক জিনিস নিয়ে সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার। আন্দোলনকারীদের সেই বিক্ষোভের ছবি ফেসবুকে ভাইরাল করার উদ্যেশে পোস্ট করার অভিযোগ উঠলো তাহেরপুর থানার বীরণগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, গত বুধবার বেকার সমস্যা নিয়ে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদে ঢুকে কিছু রাসায়নিক দাহ্য পদার্থ ব্যবহার করে আন্দোলনকারীরা।
সেই ঘটনার তদন্ত শুরু করে কলকাতার বাসিন্দা ললিত ঝা নামে এক ব্যক্তির নাম ওই ঘটনায় যুক্ত হিসেবে সামনে আসে। অভিযোগ, সেই ললিত ঝা বীরণগর 10 নম্বর ওয়ার্ডের হাটখোলা পাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের ওই ব্যক্তিকে সেই বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার উদ্যেশে পাঠিয়েছিল।
আর শনিবার সন্ধ্যায় এই খবর সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাটখোলা পাড়া এলাকায়। যদিও বাড়ী তালা বন্ধ করে সপরিবারে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই সৌরভ চক্রবর্তী।

নদীয়া:সন্দেহ জনক জিনিস নিয়ে সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার। আন্দোলনকারীদের সেই বিক্ষোভের ছবি ফেসবুকে ভাইরাল করার উদ্যেশে পোস্ট করার অভিযোগ উঠলো তাহেরপুর থানার বীরণগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, গত বুধবার বেকার সমস্যা নিয়ে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদে ঢুকে কিছু রাসায়নিক দাহ্য পদার্থ ব্যবহার করে আন্দোলনকারীরা।













Dec 16 2023, 20:44
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k