*সাংবাদিক সম্মেলনে কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম*
কলকাতা: কলকাতা পৌরনিগম এ এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম জানালেন,বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে।
আর্থিক ভাবে সচল হলেও এখনও কাউন্সিলরদের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশনারদের পেনশন দেওয়া হবে, তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র।
বাংলায় থেকে শুধু বাংলাকে বদনাম করা হচ্ছে।দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করবেন। যদিও সব চেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে থাকে, তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গে বলেন,উনি নিজে কি করছেন, এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন। বিরোধীরা রাজনীতি করছেন। একটা এত বড় ঘটনা আটকাতে পারলো না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে।
কেউ যদি অন্যায় করে থাকি তাহলে আমি দায়ি, কোনো দল দায়ি হয় না। কংগ্রেস সংসদের বাড়িতে টাকা নিয়ে বলেন ফিরহাদ হাকিম।
উত্তরবঙ্গ শুভেন্দু সফরে যখন তিনি বিজেপির দায়িত্ব নিয়েছেন। তাই মানুষ তাকে নিয়ে প্রশ্ন করবেন। তিনি তো টাকা আটকানোর কথা বলে ছিলেন। তাই মানুষ তাকে ঘিরে প্রশ্ন করছে বললেন মেয়র।
Dec 16 2023, 20:42