/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কুলদাকান্ত স্মৃতি ও তারাপদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু রায়গঞ্জে* West Bengal Bangla
*কুলদাকান্ত স্মৃতি ও তারাপদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু রায়গঞ্জে*

খেলা

এসবি নিউজ ব্যুরো: শনিবার ৯০ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউনক্লাব ময়দানে। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৩ শে ডিসেম্বর পর্যন্ত।

এই আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করবে রায়গঞ্জ ইলেভেন, কলকাতার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, জয়গাঁও ফুটবল ক্লাব, কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব কলকাতা, বেঙ্গল ফুটবল একাডেমি নর্থ ২৪ পরগনা, আরটিসি ওরিয়েন্ট জুয়েলার্স, বৈদ্যবাটি ফর্টি প্লাস এফসি হুগলি।

উদ্বোধনী প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল কলকাতা ভেটারেন্স ক্লাব ভার্সেস উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব। এই খেলায় এক-শূন্য গোলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব কে পরাজিত করে কলকাতা ভেটেনান্স ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে আগত কাইসার উদ্দিন মীরের ফুটবল জাগলিং প্রদর্শনী অত্যন্ত মনমুগ্ধকর হয়ে ওঠে।

মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলায় সমাবেশের ডাক

উত্তর ২৪ পরগনা: নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলাতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে এক সমাবেশে ডাক দেওয়া হল। এই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত থাকবেন বলে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর ।

এদিন ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন তিনি দাবি করেন ,"আমরা ২০০৩ সালের কালা কানুনের বিরুদ্ধে । আমরা এই দেশে নাগরিক। কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না ।আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন । আবার অল ইন্ডিয়া মতো মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলা তে আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে" ।

সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবী করেছিলেন এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এ ধরনের কথা বলেন আমার জানা নেই ।

অন্যদিকে, মমতা বালা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়ম সংঘের মহাসংঘ সভাধিপতি সুব্রত ঠাকুর বলেন, "মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন । যেহেতু আগামীতে লোকসভা নির্বাচনে তৃণমূল রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য মমতা ঠাকুর কে দিয়ে এ সমস্ত করাচ্ছে" ।

*ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির*

খেলা

নিজস্ব সংবাদদাতা : নিজের হাতে বল ছুঁড়ে খেলা শুরু করলেন রাজ্যের ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," হারিয়ে যাওয়া খেলাধুলা আবার ফিরিয়ে আনতে শহরতলীর বুকে যেখানে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার খেলাধুলার বেশি জোর দিতে চাইছেন । বিশেষ করে মহিলাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার পরামর্শের মধ্যে খেলাধুলা চর্চা তুলে ধরতে বলেছেন।

দক্ষিণ ২৪ পরগনার ব্রহ্মপুর শিশুভারতীতে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ,১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এবং ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার। ব্রহ্মপুর শিশুভারতীর সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার বলেন ,"ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে অনেক ঘাত প্রতিঘাতের পর ৪৩ বছরের বেশি সময় ধরে আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম।

তার জন্য সাফল্যের পালকে একটা নতুন পালক সংযোজিত হল।" শিশু ভারতীর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন শুভদীপ ঘোষ ও হিমাদ্রি শেখর দাস আরো অনেক সদস্যবৃন্দ আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হল দুটো মহিলা দলের ভলিবল খেলা। ওই মহিলা দলের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে হাতে ভলিবল খেলা শুরু করলেন।

গঙ্গাজল দিয়ে মনীষীদের মূর্তি শুদ্ধিকরণ করলো তৃণমূল

তমলুকঃ ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রবিবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। তার আগেই শনিবার বিকেলে তমলুক শহর জুড়ে নিমতলা মোড় হাসপাতাল মোড় সহ একাধিক জায়গায় যে সমস্ত মনীষীদের মূর্তি রয়েছে সেই সমস্ত মনীষীদের মূর্তি গঙ্গা জল দিয়ে ধোয়ালো তমলুক শহরবাসী।

প্রথমে নিমতলা মোড়ে সতীশ সামন্ত মূর্তি এবং তমলুকের হাসপাতাল মোড়ে খুদিরাম বসুর মূর্তি সহ একাধিক মনীষীদের মূর্তি পরিষ্কার করার পর গঙ্গাজল দিয়ে ধোয়ানো হয়, উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ একাধিক মানুষ জনেরা।

*টাটা স্টিলের কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শুরু হচ্ছে টাটা স্টিল কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন। আজ এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ২০১৭ সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সফল হওয়া সফল অলিম্পিয়ান ম্যারাথেনার গোপী থোনাকাল, ২০২৩ সালের এশিয়ান হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী সাওয়ান বারওয়াল , মহিলা এক লিডের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা তথা ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ১০ কিলোমিটার দিল্লি ম্যারাথনে প্রথম স্থান অধিকারী।

একতা রাওয়াত এবং ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উদীয়মান মহিলা অ্যাথলিট কেভাতে রেশমা।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

*চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েবসিরিজ মশাল*

বিনোদন

ভারত নেপাল বর্ডারে চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েব সিরিজ মশালের শুটিং শেষ করলেন পরিচালক সাগ্নিক চৌধুরী।সাগ্নিকের বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। মাত্র ৭বছর বয়েস থেকে স্কুলে নাটক দিয়ে শুরু তার অভিনয়।আসতে আসতে বেড়ে ওঠা থিয়েটার কে কেন্দ্র করে।

গোবরডাঙ্গা নকশা থিয়েটার গ্ৰুপ দিয়ে থিয়েটার শুরু।তারপর কালিন্দী ব্রাত্য জন থিয়েটার। ব্রাত্য বসুর হাত ধরে অভিনয় শুরু হলেও পরে ফাল্গুনী চ্যাটার্জী লোক কৃষ্টি তে যোগ দেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সিস্টেমের মতো প্রোডাকশন হাউসে। নেপোলিটান থিয়েটার ওয়ার্কশপ করেছেন হলিউড এক্ট্রেস দি খ্রীষ্টিনা ডোনাদিও সঙ্গে।

২০১২সালে শ্রীলা মজুমদারের সাথে করেন রাজ ব্যানার্জী পরিচালনায় পার ছবিতে।বর্তমানে নিজের পরিচালনা তৈরি করছেন হিন্দি ওয়েব সিরিজ মশাল । যা পুরোপুরি চাইল্ড ট্রাফিকিং এবং এডুকেশনের মাফিয়া রাজ নিয়ে।তার এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের গাধীগিরি, বাংলায় সাথীহারা, জামাই ৪২০, নাগিন খেতো অভিনেত্রী মেঘনা।

এছাড়াও অভিনয় করছেন বৃষ্টি রায়।মুখ্য ভূমিকায় সাগ্নিক।এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন মৈত্রেয়ী দাস, সোমনাথ ঘোষ প্রমুখ। ওয়েব সিরিজের আউট ডোর শুটিং হয় ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন জঙ্গলমহলে। অ্যাকশনে ভরপুর এই ওয়েব সিরিজ। নেপাল বর্ডার অঞ্চলের পটভূমিকা তৈরী এই ওয়েব সিরিজ।

এবিটিএ-র উদ্যোগে মক টেস্ট শুরু

বাঁকুড়া: আগামী ২ ফেব্রুয়ারী শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ও ভয়ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে উদ্যোগ নিল বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। ওই সংগঠনটির উদ্যোগে জেলার ২২ টি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো।

শনিবার সোনামুখী শহরের সোনামুখী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বি জে হাইস্কুলে পরীক্ষা শুরু হয় । সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলোর ন্যায় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে।

এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন মাধ্যমিকের ছাত্র-ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে। মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে। আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানায়।

শুভেন্দু অধিকারীর কনভয় দেখে ১০০ দিনের কাজের টাকা দাবি চা শ্রমিকদের প্রতিবাদ বিক্ষোভ






এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথে চা শ্রমিকদের দাবির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা ১০০ দিনের কাজের টাকা দাবি করলেন। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় যোগদানের জন্য আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সভা শুরুর আগেই ১৭ নং জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক ১০০ দিনের জবকার্ড হাতে নিয়ে দাড়িয়ে পড়েন। জবকার্ড হাতে নিয়ে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। চা বাগানের শ্রমিকদের দাবি প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে ।পাশাপাশি ,যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা। সেই কারণে তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে ১০০ দিনের কাজের টাকার দাবি জানালেন। তবে দ্রুতগতিতে সভাস্থলের উদ্দেশ্যে বেড়িয়ে যায় শুভেন্দুর কনভয়।

ললিত ঝাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

আজ ডুয়ার্সে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন শুভেন্দু। আর সেখান থেকেই ললিত ঝাঁ প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে একহাত নিলেন তিনি।

এদিন বিমানবন্দর থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ললিত ঝাঁ-র শুধু একটি ছবি নেই তৃণমূল নেতাদের সাথে। টিএমসি নেতা, বিধায়ক, কাউন্সিলরদের সাথে অনেক ছবি এবং ভিডিও রয়েছে তাঁর। তিনি টিএমসি যুব শাখার পরিচিত মুখ। আমি যখন তৃণমূলের যুব সভাপতি ছিলাম, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাগ্নেকে দিল্লি থেকে নিয়ে এসেছিলেন।

তার পরে, যুব তৃণমূল গঠিত হয়েছিল। ললিত ঝাঁ ছিলেন যুব তৃণমূলের নেতা। তিনি এখনও তৃণমূলের সাথেই রয়েছেন”। এর সাথেই শুভেন্দু উল্লেখ করেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি দিল্লি পুলিশের হাতে তুলে দেবেন। তাতেই প্রমাণ হয়ে যাবে সবটা।

নদীতীর ভাঙন প্রতিরোধে প্রকল্পের শিলান্যাস কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

নদীয়া:নদিয়া জেলার কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর ঘাটে হুগলি নদীর তীরে ভাঙন প্রতিরোধের শিলান্যাস করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার এই শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল।

শিলান্যাস শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহাজ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হয়েছেন হুগলি নদী সংস্কারের। এরাজ্যে হলদিয়া থেকে ফারাক্কা অবধি প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে পলিমাটি কাটার। কল্যাণীর এই ভাঙন প্রতিরোধে বরাদ্দ ১৩ কোটি টাকা।

এই পুরো প্রকল্পের কাজের টেন্ডার হয়ে গেছে। সাকশন পদ্ধতিতে এই কাজ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, নদীতীরের মাটি চুরির ঘটনার অভিযোগ পেলেও প্রমাণ পাইনি। আপনারা প্রমাণ দিলে ব্যবস্থা নেবো। নদীর বালি চুরি প্রসঙ্গে তিনি বলেন, এতে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে।