মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলায় সমাবেশের ডাক
উত্তর ২৪ পরগনা: নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলাতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে এক সমাবেশে ডাক দেওয়া হল। এই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত থাকবেন বলে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর ।
এদিন ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন তিনি দাবি করেন ,"আমরা ২০০৩ সালের কালা কানুনের বিরুদ্ধে । আমরা এই দেশে নাগরিক। কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না ।আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন । আবার অল ইন্ডিয়া মতো মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলা তে আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে" ।
সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবী করেছিলেন এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এ ধরনের কথা বলেন আমার জানা নেই ।
অন্যদিকে, মমতা বালা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়ম সংঘের মহাসংঘ সভাধিপতি সুব্রত ঠাকুর বলেন, "মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন । যেহেতু আগামীতে লোকসভা নির্বাচনে তৃণমূল রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য মমতা ঠাকুর কে দিয়ে এ সমস্ত করাচ্ছে" ।
Dec 16 2023, 18:43