*ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির*
খেলা
নিজস্ব সংবাদদাতা : নিজের হাতে বল ছুঁড়ে খেলা শুরু করলেন রাজ্যের ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," হারিয়ে যাওয়া খেলাধুলা আবার ফিরিয়ে আনতে শহরতলীর বুকে যেখানে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার খেলাধুলার বেশি জোর দিতে চাইছেন । বিশেষ করে মহিলাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার পরামর্শের মধ্যে খেলাধুলা চর্চা তুলে ধরতে বলেছেন।
দক্ষিণ ২৪ পরগনার ব্রহ্মপুর শিশুভারতীতে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ,১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এবং ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার। ব্রহ্মপুর শিশুভারতীর সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার বলেন ,"ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে অনেক ঘাত প্রতিঘাতের পর ৪৩ বছরের বেশি সময় ধরে আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম।
তার জন্য সাফল্যের পালকে একটা নতুন পালক সংযোজিত হল।" শিশু ভারতীর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন শুভদীপ ঘোষ ও হিমাদ্রি শেখর দাস আরো অনেক সদস্যবৃন্দ আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হল দুটো মহিলা দলের ভলিবল খেলা। ওই মহিলা দলের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে হাতে ভলিবল খেলা শুরু করলেন।
Dec 16 2023, 18:06