২৪ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালনের আগে নতুন ভোটারদের নিয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন প্রতিযোগিতা নদিয়ার কৃষ্ণগঞ্জে
নদীয়া :ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশে গণতান্ত্রিক হারে নির্বাচনী প্রক্রিয়া চালানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে প্রত্যেক বারেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে সব জায়গায় যে স্বাভাবিক ও সুস্থ ভাবেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয় তা অবশ্য প্রশ্ন সাপেক্ষ। তবে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে নির্বাচন কমিশন সম্পন্ন করেন ভোট গ্রহণ প্রক্রিয়া।
কিভাবে পরিচালন করা হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোটদানের প্রক্রিয়া সম্পর্কেও প্রাপ্তবয়স্কদের মোটামুটি সকলেরই জানা, তবে প্রত্যেক বছরেই যেসব কিশোর কিশোরীরা ১৮ বছর সম্পূর্ণ করে তাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হয়। লোকসভা ভোট আসন্ন। এবছরও ১৮ বছর সম্পূর্ণ হওয়া একাধিক কিশোর কিশোরীদের নাম নথিভুক্ত করা হবে ভোটের তালিকায়। এই সমস্ত বেশিরভাগ কিশোর কিশোরীদের ভোট দান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সম্পর্কে অনেক কিছুই থাকে অজানা।
আর সেই কারণেই এখন নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ থেকে ২৪ জানুয়ারি পালন করা হয় জাতীয় ভোটার দিবস। আর সেই দিবস উদযাপন করার আগেই ১৮ বছর বয়সী নতুন ভোটারদের নিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ খেলার মাঠে আয়োজন করা হয় বিভিন্ন সম্প্রীতি ম্যাচ এবং একাধিক শিল্পকলার প্রতিযোগিতা।
জাতীয় ভোটার দিবস পালন করার আগে নতুন ভোটারদের নিয়ে তারই প্রস্তুতিপর্ব চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। বেশকিছু কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ লেখার প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান চালানো হয়। এছাড়াও থাকে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। নদীয়ার কৃষ্ণগঞ্জ অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাব চন্দননগর ব্রহ্ম ডাঙ্গা ক্লাবের বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ব্রহ্ম ডাঙ্গা ক্লাব ও অজয় স্মৃতি ক্লাবকে কৃষ্ণগঞ্জ এর বিডিও সৌগত সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস পুরস্কার তুলে দেন। যদিও বিজয়ী ক্লাব জেলা প্রতিযোগিতা তে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
জাতীয় ভোটার দিবস পালন এবং তার আগে এই সমস্ত প্রস্তুতি পর্বে নতুন ভোটারদের ভোট গ্রহণ এবং নিজের ভোট দান সম্পর্কে সঠিক জ্ঞান প্রাপ্ত হবে এমনটাই মনে করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।
Dec 16 2023, 17:35