*চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েবসিরিজ মশাল*
বিনোদন
ভারত নেপাল বর্ডারে চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েব সিরিজ মশালের শুটিং শেষ করলেন পরিচালক সাগ্নিক চৌধুরী।সাগ্নিকের বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। মাত্র ৭বছর বয়েস থেকে স্কুলে নাটক দিয়ে শুরু তার অভিনয়।আসতে আসতে বেড়ে ওঠা থিয়েটার কে কেন্দ্র করে।
গোবরডাঙ্গা নকশা থিয়েটার গ্ৰুপ দিয়ে থিয়েটার শুরু।তারপর কালিন্দী ব্রাত্য জন থিয়েটার। ব্রাত্য বসুর হাত ধরে অভিনয় শুরু হলেও পরে ফাল্গুনী চ্যাটার্জী লোক কৃষ্টি তে যোগ দেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সিস্টেমের মতো প্রোডাকশন হাউসে। নেপোলিটান থিয়েটার ওয়ার্কশপ করেছেন হলিউড এক্ট্রেস দি খ্রীষ্টিনা ডোনাদিও সঙ্গে।
২০১২সালে শ্রীলা মজুমদারের সাথে করেন রাজ ব্যানার্জী পরিচালনায় পার ছবিতে।বর্তমানে নিজের পরিচালনা তৈরি করছেন হিন্দি ওয়েব সিরিজ মশাল । যা পুরোপুরি চাইল্ড ট্রাফিকিং এবং এডুকেশনের মাফিয়া রাজ নিয়ে।তার এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের গাধীগিরি, বাংলায় সাথীহারা, জামাই ৪২০, নাগিন খেতো অভিনেত্রী মেঘনা।
এছাড়াও অভিনয় করছেন বৃষ্টি রায়।মুখ্য ভূমিকায় সাগ্নিক।এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন মৈত্রেয়ী দাস, সোমনাথ ঘোষ প্রমুখ। ওয়েব সিরিজের আউট ডোর শুটিং হয় ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন জঙ্গলমহলে। অ্যাকশনে ভরপুর এই ওয়েব সিরিজ। নেপাল বর্ডার অঞ্চলের পটভূমিকা তৈরী এই ওয়েব সিরিজ।
Dec 16 2023, 17:31