শুভেন্দু অধিকারীর কনভয় দেখে ১০০ দিনের কাজের টাকা দাবি চা শ্রমিকদের প্রতিবাদ বিক্ষোভ
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথে চা শ্রমিকদের দাবির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা ১০০ দিনের কাজের টাকা দাবি করলেন। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় যোগদানের জন্য আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সভা শুরুর আগেই ১৭ নং জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক ১০০ দিনের জবকার্ড হাতে নিয়ে দাড়িয়ে পড়েন। জবকার্ড হাতে নিয়ে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। চা বাগানের শ্রমিকদের দাবি প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে ।পাশাপাশি ,যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা। সেই কারণে তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে ১০০ দিনের কাজের টাকার দাবি জানালেন। তবে দ্রুতগতিতে সভাস্থলের উদ্দেশ্যে বেড়িয়ে যায় শুভেন্দুর কনভয়।
Dec 16 2023, 17:10