ললিত ঝাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
![]()
আজ ডুয়ার্সে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন শুভেন্দু। আর সেখান থেকেই ললিত ঝাঁ প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে একহাত নিলেন তিনি।
এদিন বিমানবন্দর থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ললিত ঝাঁ-র শুধু একটি ছবি নেই তৃণমূল নেতাদের সাথে। টিএমসি নেতা, বিধায়ক, কাউন্সিলরদের সাথে অনেক ছবি এবং ভিডিও রয়েছে তাঁর। তিনি টিএমসি যুব শাখার পরিচিত মুখ। আমি যখন তৃণমূলের যুব সভাপতি ছিলাম, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাগ্নেকে দিল্লি থেকে নিয়ে এসেছিলেন।
তার পরে, যুব তৃণমূল গঠিত হয়েছিল। ললিত ঝাঁ ছিলেন যুব তৃণমূলের নেতা। তিনি এখনও তৃণমূলের সাথেই রয়েছেন”। এর সাথেই শুভেন্দু উল্লেখ করেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি দিল্লি পুলিশের হাতে তুলে দেবেন। তাতেই প্রমাণ হয়ে যাবে সবটা।










Dec 16 2023, 17:08
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.8k