নদীতীর ভাঙন প্রতিরোধে প্রকল্পের শিলান্যাস কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
নদীয়া:নদিয়া জেলার কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর ঘাটে হুগলি নদীর তীরে ভাঙন প্রতিরোধের শিলান্যাস করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার এই শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল।
শিলান্যাস শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহাজ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হয়েছেন হুগলি নদী সংস্কারের। এরাজ্যে হলদিয়া থেকে ফারাক্কা অবধি প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে পলিমাটি কাটার। কল্যাণীর এই ভাঙন প্রতিরোধে বরাদ্দ ১৩ কোটি টাকা।
এই পুরো প্রকল্পের কাজের টেন্ডার হয়ে গেছে। সাকশন পদ্ধতিতে এই কাজ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, নদীতীরের মাটি চুরির ঘটনার অভিযোগ পেলেও প্রমাণ পাইনি। আপনারা প্রমাণ দিলে ব্যবস্থা নেবো। নদীর বালি চুরি প্রসঙ্গে তিনি বলেন, এতে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে।
Dec 16 2023, 16:12