*দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে প্রশাসনের কর্তারা*
মহিষাদল: অষ্টম দফা দুয়ারে সরকার শুরু হয়েছে ১৫ ই ডিসেম্বর থেকে চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে এলাকার মানুষ তাদের সরকারি সুযোগ সুবিধে গুলি গ্রহন করেছে।
অষ্টম দফা দুয়ারে সরকারের দ্বিতীয় দিনে ক্যাম্প পরিদর্শন করেনে প্রশাসনিক কর্তারা। এদিন মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) অনির্বাণ কোলে, সেই সাথে উপস্থিত মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, বিডিও বরুনাশীষ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, জেলা পরিষদের সদস্যা- সীমা মাইতি, লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ সালে নির্বাচনের আগে ঘোষনা করেছিলেন তৃতীয়বার ক্ষমতায় এলে সাধারণ মানুষকে সরকারের কাছে যেতে হবে না সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। সেই মতো দুয়ারে সরকার কর্মসূচি গ্রহন করে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করে চলেছে। সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান খুবই তাৎপর্যপূর্ণ।
এদিন প্রশাসনিক কর্তারা ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র খতিয়ে দেখেন।ক্যাম্পে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি এলাকার মানুষ।
Dec 16 2023, 16:11