অনলাইনে সরকারি ওয়েবসাইটে সার্ভারের গন্ডগোল বেশিরভাগ সময়ে লিংক না থাকার কারণে ধান বিক্রিতে অসুবিধা কৃষকদের
নদীয়া: অনলাইনে সরকারি ওয়েবসাইটে সার্ভারের গন্ডগোল বেশিরভাগ সময়ে লিংক না থাকার কারণে ধান বিক্রিতে অসুবিধা কৃষকদের। সূত্র মারফত জানা যায় খাদ্য ও সরবরাহ দফতর থেকে গত ১ নভেম্বর ২০২৩ থেকে ২০২৩ - ২৪ এর মরশুমের ধান কেনা শুরু হয়েছে। এই সমস্ত ধান গুলি মূলত প্রাথমিক কৃষি সমবায় সমিতি, প্রাথমিক কৃষি বিপণন সমিতি, স্ব-নির্ভর গোষ্ঠী, এফ পি ও/ এফ্ পি সি, ল্যাম্পস বিভাগ গুলি কিনছে। এই সমস্ত ধানের মূল্য সরাসরি চলে যাবে কৃষকদের ব্যাংক একাউন্টে। ফলে লোকাল বাজারে বিক্রি করার চেয়ে তুলনামূলক বেশি লাভবান হবেন ধান চাষীরা। তবে এর মাঝেই শুরু হল বিপত্তি।
কৃষকদের ধান উৎপাদন করা হয়ে যাওয়ার পর সেই সমস্ত ধান সরকারি আওতায় এনে বিক্রি করতে হলে তাদের সরকারি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে।
বেশকিছু ধান চাষীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সেই ওয়েবসাইটের পোর্টালে সার্ভারের গন্ডগোল থাকায় বেশিরভাগ সময়ই লিংক থাকছে না। এবং সেই কারণেই ধান বিক্রয় করার জন্য নিজেদের নাম অনলাইনে নথিভুক্ত করাতে বিলম্ব হচ্ছে বেশ কয়েকদিন।
শংকর হালদার নামে এক ধান চাষী আমাদের জানান, "গত ১৬-১৭ দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। আমি তিন দিন এসে অফিসে ঘুরে গেলেও আশানুরূপ কোনও সুরাহা মেলেনি। একদিন নটা থেকে বারোটা পর্যন্ত ছিলাম তাতেও কোনও ফল মেলেনি। লিংকের প্রবলেমের জন্য ধান বিক্রি করা যাচ্ছে না।
সরকারি আওতায় নিজেদের কষ্ট করে উপার্জিত ধান চাষীরা বিক্রি করে স্থানীয় বাজারের থেকে কিছুটা হলেও বেশি মুনাফা অর্জন করবেন বলে সেই আশা থাকলেও মূলত ওয়েবসাইটের গন্ডগোল থাকায় নাম নথিভুক্ত করতে বেশ কয়েকদিন বিলম্ব হওয়ায় কার্যত দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা।
Dec 16 2023, 14:49