সংসদে নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী মোদি, দাবি রাহুলের
সংসদে নিরাপত্তা লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে বেকারত্বকে দায়ী করেছেন। তিনি বলেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কারণে দেশের নাগরিকরা কর্মসংস্থান পাচ্ছেন না। বেকারত্বের কারণেই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।‘ শনিবার এক কনফারেন্সে এমনটাই দাবি করেন রাহুল গান্ধী। পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ইস্যুতে মোদী সরকারের নীতিকে তুলোধোনা করেছেন তিনি।
সংসদে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন,’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। এই ঘটনা নিয়ে সংসদে কেন তিনি কোন মন্তব্য করলেন না ।‘প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সংসদের উভয় কক্ষে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বিরোধীরা উভয়কক্ষে লোকসভার নিরাপত্তা নিয়ে স্লোগান দেয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। শুধু তাই নয় শাহের পদত্যাগও দাবি করা হয়।
Dec 16 2023, 14:32