নদীয়ার কল্যানিতে শুরু হলো ২৭ তম কল্যাণী বইমেলা
নদীয়া:রাজা রামমোহন রায়ের সার্ধ-দ্বিশতবর্ষ স্মরণে থিমসঙের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো ২৭তম কল্যাণী বইমেলা। কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যসভায় সিপিআইএমের সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিশিষ্ট নাট্যকার সলিল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অলোক ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা।
এই অনুষ্ঠানে প্রদীপ প্রজনন পরে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা সহ মেলা কমিটির মোট ২৭ জন ব্যক্তি একটি ঘণ্টা ২৭ বার বাজিয়ে কল্যাণী বইমেলার সূচনা করা হয়। এবছর বইমেলায় মোট ৭২ টি প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থা অংশগ্রহণ করেছে। এছাড়াও রয়েছে কমার্শিয়াল, ফুড জোন। মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
বইমেলাকে সামনে রেখে এদিন সকালে বইয়ের জন্য হাঁটুন শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ৫ কিলোমিটার পথ পরিক্রমা করে ফের মেলা প্রাঙ্গণে ফিরে আসে। বইমেলার সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেকদিন থাকবে বিশিষ্ট শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, ডিভেড সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
Dec 15 2023, 22:27