*ললিত যাদবের সাথে তৃণমূলের যোগ, সব তথ্য প্রমান দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি, দুস্কৃতি তৈরির আঁতুড়ঘর বাংলা- শুভেন্দু*
হলদিয়া: সম্প্রতি সংসদ ভবনের ঘটনায় তোলপাড়া গোটা দেশ। সেই ঘটনার মাস্টারমাইন্ড কলকাতার ললিত যাদব। ললিত যাদবের সাথে তৃণমূলের সম্পর্কের সমস্ত তথ্য প্রমান দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি। দেশের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতী হামলার ঘটনায় বাংলার দুষ্কৃতীরা রয়েছে।ললিত যাদবের সাথে যাদের যোগ রয়েছে তারাও যাতে শাস্তি পায় তার আবেদন করবো। শুক্রবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে অঙ্গীকার সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমলা যাতে অমৃতা সিংয়ের কাজ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় তার আবেদন খারিজ করা হয়েছে।সুপ্রিম কোর্টটা যেনো ওর পিসি চালায়। থাপ্পড় খেয়েছে।পিসির ঝাড়ে অন্য কিছু হয়না।যা হওয়ার কথা তাই হয়েছে।
পাশাপাশি তিনি এদিন বলেন, ২ রা মে ২০২১ সালে আমার গাড়ির উপর যে হামলা চালিয়েছিলো সেই সেখ ফিরোজ। ফিরোজ এখন জাহাঙ্গারপুরীতে গুলি চালানোর ঘটনা এন আই এ গ্রেপ্তার করে রেখেছে। আরও যারা যুক্ত ছিলো তাদের খোঁজ চলছে।যারা ১৫ আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না আর জাতীয় অবমাননা করে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়ে রেখেছে। শুধু নো ভোট টু বিজেপি করবে। আর ওদের উপর ভর করে ক্ষমতায় থাকবে। এটা আমরা করতে দেবো না। তাই অঙ্গীগার সভা থেকে ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তোলামূলকে উচ্ছেদ করার কাজে নেমেছি।।
![]()






Dec 15 2023, 18:32
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.9k