৪ জানুয়ারী শুরু হচ্ছে মুকুটমনিপুর মেলা
![]()
বাঁকুড়াঃ নতুন বছরের শুরুতেই আগামী ৪ জানুয়ারী শুরু হচ্ছে ঐতিহ্যবাহি মুকুটমনিপুর মেলা। স্থানীয় পুলিশ ফাঁড়ির মাঠে এই মেলা চলবে আগামী ৬ জানুয়ারী পর্যন্ত।
প্রসঙ্গত, জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুরে বছরভর পরিযায়ী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতের দিন গুলিতে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। এবার সেই পর্যটকদের কাছে আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে মুকুটমনিপুর মেলা, এমনটাই প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
খাতড়ার মহকুমাশাসক তথা মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের মেলায় বেশ কিছু চমকের পাশাপাশি আদিবাসী ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকছে আদিবাসী খাবারের বিশেষ স্টল। এছাড়াও ফ্লাওয়ার শো, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে 'স্টার' আদিবাসী শিল্পীদের অনুষ্ঠান থাকছে। একই সঙ্গে খাতড়া মহকুমা এলাকা ও জেলার হস্তশিল্পকে এই মেলার মাধ্যমে তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন।







Dec 14 2023, 16:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.3k