/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নবদ্বীপে হনুমানের ধাক্কায় মৃত্যু গৃহবধূর West Bengal Bangla
নবদ্বীপে হনুমানের ধাক্কায় মৃত্যু গৃহবধূর

নদিয়া:ক্ষিপ্ত হনুমানের ধাক্কায় বাড়ির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেন এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম নীলিমা বসাক। বয়স আনুমানিক ৫২।

পরিবারের লোকেরাই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে প্রথমে থানায় এরপর ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। মৃত ওই গৃহবধূ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা হিসাবে কাজ করতেন।

এদিন সকালে স্নান সেরে কাপড় শুকাতে বাড়ির দোতলার ছাদে ওঠেন। সেই সময় ছাদের ওপরে বেশ কিছু হনুমান দাপাদাপি শুরু হয়। এরপরই একটি হনুমান ধাক্কা দিলে, ভারসাম্য হারিয়ে বাড়ির দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান। তার আর্তচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন।

এরপর তাকে দ্রুত উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি তীর্থভূমি নবদ্বীপ শহর জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত যে ভাবে হনুমানের তাণ্ডব চলে তাতে আতঙ্কিত শহরবাসী। বনদপ্তরের তরপে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

আমিনপুর সিনিয়ার মাদ্রাসায় বিশেষ পর্যালোচনা ও কর্মশালা

উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উত্তর ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে আমিনপুর সিনিয়ার মাদ্রাসায় একটি বিশেষ পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষা বিষয়ক কর্মশালায় প্রায় ৪০০ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।আজকের এই কর্মশালায় বিশেষভাবে মাদ্রাসার পঠন পাঠন নিয়ে আলোচনা হয়।

বিশেষভাবে এখানে আলোচনা হয় মাদ্রাসাগুলিতে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের সাথে সাথে আরবি বিষয়ের সাজুজ্য রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা করার। কর্মশালার মূলত রাজ্য শিক্ষক ও শিক্ষিকাদের জন্য উন্নয়নমূলক কাজ এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন, হাড়োয়া বিধানসভার বিধায়ক তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী নুরুল ইসলাম,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মদক্ষ এ কে এম ফারহাদ, ছিলেন মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজুর রহমান।

আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্টার আব্দুস সালাম, বারাসাত ব্লক ২ এর তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মান্নান আলী ,বারাসাত ২নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ মানস ঘোষ স্থানীয় প্রধান। এছাড়াও জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক শিক্ষিকা, ও সহকারী শিক্ষক শিক্ষিকা।

বেসরকারী কারখানায় আয়কর হানা

বাঁকুড়াঃ এবার আয়কর দপ্তরের নজরে গঙ্গাজলঘাটির একটি বেসরকারী কারখানা। বুধবার স্থানীয় নিধিরামপুরের ওই বেসরকারী কারখানায় আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশী করেছেন বলে জানা গেছে।

এদিন একেবারে শুরু থেকে ওই কারখানা চত্ত্বরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু ঠিক কি কারণে ওই কারখানায় আয়কর হানা তা স্পষ্ট নয় কারো কাছেই। এবিষয়ে মুখ খুলতে নারাজ কারখানা কর্তৃপক্ষও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত কারখানার ভীতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা।

রানাঘাট কুপার্স ক্যাম্প পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন বেতন না পেয়ে বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো: নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে আজ তারা বিক্ষোভ শুরু করলেন পৌরসভার গেটের সামনে। তাদের দাবি,গত ১৮ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে কাজ বন্ধ করে দেওয়ার কারণে এই মুহূর্তে রানাঘাট কুপার্স ক্যাম্পে বিভিন্ন জায়গায় আবর্জনা জমে রয়েছে।

এই বিষয়ে এলাকার সাধারণ বাসিন্দারা পৌরসভা কে জানিয়েও কোন সুরাহা মেলেনি। কেননা প্রায় ২১২ জন কর্মচারী তারা বেতন পাচ্ছেন না। সেজন্য তারা কাজ বন্ধ রেখেছেন। পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পৌরসভায় নির্বাচন না হওয়ার কারণে বর্তমানে রানাঘাট কুপার্স ক্যাম্প পৌরসভায় প্রশাসকের দায়িত্বে রয়েছেন রানাঘাটের এসডিও।

*মহুয়া মৈত্র বহিষ্কার হলে বিজেপি সাংসদ কেন বহিষ্কার হবে না ? প্রশ্ন তুলল তৃণমূল*

শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরের একাংশ। এই নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে,’সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে বরখাস্ত করা হবে না।‘

শুধু তাই নয় তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে,’নিরাপত্তা ভঙ্গ করে কি করে লোকসভার অধিবেশন চলাকালীন সময় অজ্ঞাত পরিচয় দুই জন ঢুকে পড়ল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের নজরদারিতে কি করে এমন ঘটনা ঘটলো। দিল্লির পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ । সংসদের পবিত্রতা নিয়ে আপোষ করা যায় না! কেন্দ্রীয় সরকারের উচিত এই নিয়ে তদন্ত করার।‘

লোকসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে দুই ব্যক্তির অনুপ্রবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন,’ সংসদের জঙ্গি হামালর বর্ষপূর্তির দিন ছিল আজ। তাছাড়া এমনিতে কয়েকদিন আগে সংসদে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসদে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন ছিল। যে ভাবে লোকসভা ভিজিটার্স গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ল তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তায় কত মারাত্মক খামতি রয়েছে।‘

প্রসঙ্গত ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।দীর্ঘ ২২ বছর পর, একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণে বাঁচতে সাংসদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এদিন কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে ।

জেলবন্দী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তারই বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ

কলকাতা : জেলবন্দী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাঢহার বিরুদ্ধে তারই বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে ধৃত এই বিধায়ক বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাবা বিশ্বনাথ সাহা একজন রেশন ডিলার। তার অভিযোগ, পারিবারিক এই গোলমালের সূত্রপাত এ বছরের শুরুতে।

তাকে মারধর করে বিধায়ক ছেলে মুর্শিদাবাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই বাড়িতে বিধায়কের বাবার নিজস্ব রেশন ডিলারশিপ ও অফিস ছিল। এখন সেটাও খুলতে পারছেন না। তিনি থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। যদিও পুলিশের দাবি, ওটা ভাড়া বাড়ি।

বাড়ির মালিকানা নিয়ে বিতর্ক আছে। বিচারপতি জয় সেনগুপ্ত অবশ্য মামলায় কোনো হস্তক্ষেপ করেননি। তিনি বিধায়কের বাবাকে নিম্ন আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন। এই মামলার অবশ্য নিষ্পত্তি করে দিয়েছেন।

দুয়ার সরকারের প্রচারে ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করা হল মালদহের চাঁচল ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে

এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ঘোষণা করে ছিলেন রাজ্যের ফের শুরু হবে দুয়ার সরকার ক্যাম্প। এবার অষ্টমবারের ক্যাম্পে ৩৬ টি জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন আপামর জনসাধারণ।নতুন প্রকল্প যোগ হয়েছে হর্টিকালচার প্রকল্প।

সারা রাজ্যে জুড়ে ১৫ ডিসেম্বরে শুরু হবে এই ক্যাম্প। মালদহের চাঁচলেও শুরু হবে এই ক্যাম্প।তার আগেই বুধবার একটি ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করা হল চাঁচল ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে।সবুজ পতাকা উড়িয়ে সেটির সূচনা হয় ব্লক চত্বরে।উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু, চাঁচলের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া,ট্রাফিক ইউনিটের ইনচার্জ মাসিদুর রহমান,পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮টি মেইন ক্যাম্প করা হবে।এছাড়াও একাধিক সাব ক্যাম্প থেকে পরিসেবা পাবেন এলাকাবাসী। পরিসেবা প্রদানের জন্য অটো মোবাইল ভ্যানও চালানো হবে।

ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

কলকাতা : ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়ো এপয়েন্টমেন্ট লেটার দিয়ে ৩২ হাজার ৬৩৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক,নাম বিতন বিশ্বাস।সে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। তাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর শুকদেব সি নামে এক যুবক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে ১৭/০৩/২০২৩ তারিখে একটি ফোন আসে। সেই ব্যক্তি তাকে একটি ব্যাঙ্কে চাকরি দেওয়ার অফার করে। এর পর ওই ব্যক্তি তার বিশ্বাস অর্জন করে সৌভিক দাস ও সায়ন গাঙ্গুলি নামে দুজনের সাথে যোগাযোগ করতে বলে। এরা দুজনে অফার লেটার দেয়। তার পরিবর্তে ৩২৬৩৯ টাকা হাতিয়ে নেয়।

সেই অফার লেটারটি যখন তাদের দেওয়া ঠিকানায় জমা করেন তখন জানতে পারে এই তিন ব্যক্তি ফেক এবং অফার লেটারটিও ফেক। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এর পরই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হালিশহরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক বিতন বিশ্বাস কে গ্রেফতার করে। আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করবে বিধাননগর সাইবার ক্রাই থানার পুলিশ।

সংসদ ভঙ্গ ইস্যুতে রাজ্যের তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য
সংসদ ভঙ্গ ইস্যুতে রাজ্যের তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য

সংসদ ভঙ্গ ইস্যুতে রাজ্যের তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য

*লোকসভার ঘটনা নিয়ে নিন্দায় সরব বিধানসভার অধ্যক্ষ*


শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তা নিয়ে এবার সরব হলেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তিনি বলেন,'লোকসভার ঘটনা নিন্দনীয়। এতখানি নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটল? নতুন সংসদে কেন এমন হবে?পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা কড়া নজর রাখি। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীরা থাকে সেখানে। এই ঘটনার পর থেকে প্রত্যেকজন ভিজিটরদের দফায় দফায় সার্চ করতে হবে। নিরাপত্তা রক্ষীদের একটি নির্দিষ্ট গন্ডী আছে। সেখানেই বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা থাকবেন।'

জানা গিয়েছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি। দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন একজন পুরুষ এবং মহিলা। তাদের নাম অমল শিন্ডে এবং নীলম । কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম জানিয়েছেন , ‘প্রথমে ভেবেছিলেন দর্শনার্থী গ্যালারি থেকে কেউ পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরেই আমি বুঝতে পারি যে এটি একটি নিরাপত্তা লঙ্ঘন। তারপরেই তাঁরা বিষাক্ত গ্যাস ছড়ানো শুরু করে।‘

তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এটিকে "ভয়ঙ্কর অভিজ্ঞতা" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আচমকাই এমন হামলায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন। কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।