জেলবন্দী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তারই বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ
![]()
কলকাতা : জেলবন্দী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাঢহার বিরুদ্ধে তারই বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে ধৃত এই বিধায়ক বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাবা বিশ্বনাথ সাহা একজন রেশন ডিলার। তার অভিযোগ, পারিবারিক এই গোলমালের সূত্রপাত এ বছরের শুরুতে।
তাকে মারধর করে বিধায়ক ছেলে মুর্শিদাবাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই বাড়িতে বিধায়কের বাবার নিজস্ব রেশন ডিলারশিপ ও অফিস ছিল। এখন সেটাও খুলতে পারছেন না। তিনি থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। যদিও পুলিশের দাবি, ওটা ভাড়া বাড়ি।
বাড়ির মালিকানা নিয়ে বিতর্ক আছে। বিচারপতি জয় সেনগুপ্ত অবশ্য মামলায় কোনো হস্তক্ষেপ করেননি। তিনি বিধায়কের বাবাকে নিম্ন আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন। এই মামলার অবশ্য নিষ্পত্তি করে দিয়েছেন।




Dec 13 2023, 17:53
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.0k